স্পেনের সর্বোচ্চ করদাতা মেসি

অবশ্যই পরুন

স্প্যানিশ দৈনিক এল পিরিওদিকোর এক প্রতিবেদনে উঠে এসেছে, স্পেনের সর্বোচ্চ করদাতা লিওনেল মেসি। কর হিসেবে সব মিলিয়ে যে অর্থ পরিশোধ করেছেন কিং লিও, তার মধ্যে আছে সম্পত্তির ওপর কর, নেট সম্পদের (সম্পত্তি থেকে দায় বাদ দিয়ে যে অঙ্ক পাওয়া যায়) ওপর কর এবং এর পাশাপাশি ইমেজস্বত্ব ও অন্যান্য ব্যবসার ওপর করপোরেট কর।

এল পিরিওদিকোর প্রতিবেদনের ভিত্তিতে বার্সেলোনাভিত্তিক স্প্যানিশ দৈনিক স্পোর্ত লিখেছে, ২০১৭ সালে বার্সেলোনার সঙ্গে সর্বশেষ যে চুক্তি করেছেন মেসি, সেটির বিপরীতে এ পর্যন্ত স্পেনের সরকারকে কর বাবদ ৩৭ কোটি ইউরো দিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যে অঙ্কটা দাঁড়ায় ৩ হাজার ৮০২ কোটি টাকারও বেশি!

আগামী জুনেই বার্সার সঙ্গে মেসির চুক্তি শেষ। নতুন করে আর কাতালান ক্লাবটির সঙ্গে তিনি চুক্তি করবেন না, এ নিয়ে ইউরোপে গুঞ্জনের শেষ নেই। এর মধ্যে তাঁর চুক্তির অন্য একটা দিকই তুলে আনল এল পিরিওদিকো। চার বছরে যে ৩৭ কোটি ইউরো রাজস্ব হিসেবে দিয়েছেন মেসি, এর মধ্যে ২৭ কোটি ৫০ লাখই হচ্ছে তাঁর বেতন-বোনাসের বিপরীতে আয়কর।

মেসির করের ব্যাপারে গতকাল এল পিরিওদিকো লিখেছে, ‘কর হিসেবে সব মিলিয়ে যে অর্থ পরিশোধ করেছেন মেসি, তার মধ্যে আছে সম্পত্তির ওপর কর, নেট সম্পদের (সম্পত্তি থেকে দায় বাদ দিয়ে যে অঙ্ক পাওয়া যায়) ওপর কর এবং এর পাশাপাশি ইমেজস্বত্ব ও অন্যান্য ব্যবসার ওপর করপোরেট কর। (মেসির করের) অঙ্কগুলোর ব্যাপারে জানাশোনা আছে, এমন এক সূত্র জানিয়েছে, ব্যবসায়িক করের মধ্যে মেসি যেসব ব্যবসায় অংশ নেন এবং বিজ্ঞাপনী চুক্তি বাবদ যে টাকা আয় করেন, সেগুলো হিসাবে নেওয়া হয়েছে।’

পাশাপাশি এল পিরিওদিকো নিশ্চিত করেছে মেসির বেতনের অঙ্কও, ‘ (মেসির দেওয়া করের মধ্যে) সবচেয়ে বড় অংশ এসেছে তাঁর নির্দিষ্ট বেতন ও শর্তসাপেক্ষ বেতন-বোনাস থেকে। নির্দিষ্ট ও শর্তসাপেক্ষ বেতন মিলিয়ে বছরে মেসির সর্বমোট বেতন দাঁড়ায় ১৩ কোটি ৮০ লাখ ইউরো, যার মধ্যে নেট বেতন ৭ কোটি ২০ লাখ ইউরো।’

মেসি যে ৩৭ কোটি ইউরো কর দিয়েছেন, সেই অঙ্কটা স্পেনের সাধারণ করদাতাদের তুলনায় কয় গুণ? সেই হিসাবও দিয়েছে এল পিরিওদিকো। গড় আয়করের হিসাব কষে পত্রিকাটি লিখেছে, ‘আয়করের হিসাবে মেসির সব মিলিয়ে যে অঙ্কটা হলো, সেটি ১ লাখ ২০ হাজারের চেয়েও বেশি করদাতার দেওয়া করের সমান।’

সর্বশেষ সংবাদ

রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তনেও সঙ্গে থাকার বার্তা জাপানের

রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন হলেও বাংলাদেশের সঙ্গে জাপান কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। রোববার (২৪...

এই বিভাগের অন্যান্য সংবাদ