লাল কার্ড দেখানোয় রেফারিকে হত্যার হুমকি!

অবশ্যই পরুন

ইংলিশ প্রিমিয়ার লিগে আলাদা দুটি ম্যাচে খেলোয়াড়কে লাল কার্ড দেখানোর ঘটনায় রেফারি মাইক ডিন হত্যার হুমকি পাচ্ছেন বলে খবর। শুধু রেফারি ডিন নন, তার পরিবারও মৃত্যুর হুমকি পেয়েছে বলে খবর এসেছে ব্রিটিশ সংবাদমাধ্যমে। যার জেরে এ সপ্তাহান্তে কোনো লিগ ম্যাচ পরিচালনা না করার সিদ্ধান্ত নিয়েছেন ৫২ বছর বয়সী রেফারি।

দুটি ম্যাচের প্রথমটি গত মঙ্গলবারের। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে সাউদাম্পটনের ৯-০ গোলে হারা ম্যাচে দলটির ডিফেন্ডার ইয়ান বেদনারেককে লাল কার্ড দেখান মাইক ডিন।

এরপর শনিবার ফুলহ্যামের মাঠে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের গোলশূন্য ড্র ম্যাচে সফরকারীদের মিডফিল্ডার তমাস সুচেককে লাল কার্ড দেখান রেফারি ডিন। এ নিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি।

বিবিসির খবর, বুধবার এফএ কাপের পঞ্চম রাউন্ডে লেস্টার সিটি ও ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের ম্যাচ পরিচালনা করবেন ডিন।

প্রাণনাশের হুমকি পাওয়া ডিনের পাশে দাঁড়িয়েছেন ইংলিশ ফুটবলের রেফারিং সংস্থা পিজিএমওএলের প্রধান মাইক রাইলি। বলেন, ‘হুমকি এবং এ ধরনের বাজে মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাজে বার্তা পাওয়ার বিষয়ে মাইকের পুলিশকে রিপোর্ট করার সিদ্ধান্তকে আমরা পুরোপুরি সমর্থন করি।’

সর্বশেষ সংবাদ

রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তনেও সঙ্গে থাকার বার্তা জাপানের

রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন হলেও বাংলাদেশের সঙ্গে জাপান কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। রোববার (২৪...

এই বিভাগের অন্যান্য সংবাদ