এবার রিহান্নার সমালোচনায় অর্পিতা

অবশ্যই পরুন

পাশের দেশ ভারত এখন উত্তাল কৃষক আন্দোলন নিয়ে। দেশটির বিভিন্ন রাজ্য থেকে কৃষকরা এই আন্দোলনে সমর্থন জানাচ্ছেন। ভারতের নতুন কৃষি আইন সংশোধন দাবী করছে আন্দোলনকারীরা। আর এই নিয়ে পক্ষে ও বিপক্ষে দুইভাগ দেখা দিয়েছে বৈশ্বিক বিনোদন জগতেও। সেলেব্রিটিরা নিজেদের মত জানিয়ে পোস্টও দিচ্ছেন সামাজিক মাধ্যমে। আর এর জেরে হচ্ছে তুমুল আলোচনা-সমালোচনা।

মার্কিন পপ তারকা রিহান্না এবং পরিবেশকর্মী গ্রেটা থানবার্গ কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে টুইট করেন।রিহান্না প্রথমে টুইট করেন ‘কৃষক আন্দোলন নিয়ে আমরা কেন কথা বলছি না’। এরপর রিহান্নাকে সমর্থন জানিয়ে টুইট করতে শুরু করেন দিলজিৎ দোসাঞ্জ, স্বরা ভাস্কর, রিচা চাড্ডা, শিবানী দান্ডেকররা।

আবার, অন্যদিকে রিহান্নার টুইটের বিরুদ্ধে পালটা মুখ খোলেন কঙ্গোনা রানাওত, সচিন টেন্ডুলকার, লতা মঙ্গেশকর, অক্ষয় কুমাররা। স্বাভাবিকভাবেই তীব্র সমালোচনার মুখে পড়তে হয় তাদেরকে।

এদিকে রিহান্নাকে সমর্থন দিয়ে টলিউড অভিনেত্রী শ্রীলেখা লেখেন- ‘জাগ উঠো ইনসান’। কিন্তু অভিনেত্রী অর্পিতা চ্যাটার্জীর বক্তব্য কৃষক আন্দোলন নিয়ে অন্যরকম।

অর্পিতা মত প্রকাশ করে সরব হলেন রিহান্না এবং গ্রেটার বিরোধিতা করে। তিনি ফেসবুকে রিহান্নার ফেনটি বিউটি পণ্যের বয়কটের কথা উল্লেখ করে লেখেন, ‘ভারতে প্রকৃতপক্ষে কী চলছে, তা নিয়ে কোনও ধারণাই নেই রিহান্না এবং গ্রেটা থানবার্গের।’

অর্পিতার এই পোস্টের পর থেকেই তার পক্ষে ও বিপক্ষে মুখ খুলেছেন অনেকে। নেটিজেনদের একাংশ, অর্পিতার উদ্দেশ্যে বলছেন তিনি বিজেপির হয়ে পক্ষপাতিত্ব করছেন। কেউ বলছেন, অভিনেত্রী যা বলেছেন তা ঠিকই।

সর্বশেষ সংবাদ

রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তনেও সঙ্গে থাকার বার্তা জাপানের

রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন হলেও বাংলাদেশের সঙ্গে জাপান কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। রোববার (২৪...

এই বিভাগের অন্যান্য সংবাদ