প্যাট কামিন্সকে পেছনে ফেলে অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন স্মিথ। এজন্য তিনি পেয়েছেন সর্বোচ্চ পুরস্কার অ্যালান বোর্ডার পুরস্কার। যা এ তারকা পেলেন তৃতীয়বার। এদিকে অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কামিন্স। আর দেশটির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন অ্যাস্টন আগার।
১২৬ ভোট পেয়ে অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন স্মিথ। দ্বিতীয় অবস্থানে থাকা কামিন্স পেয়েছেন ১১৪ ভোট। এদিকে ৯৭ ভোটে পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন অ্যারণ ফিঞ্চ।
করোনার কারণে ২০২০ সালের বেশিরভাগ সময়ই মাঠের ক্রিকেট বন্ধ ছিল। তারপরও বর্ষসেরা ক্রিকেটার বেছে নিতে ২০২০ সালের ৯ জানুয়ারি থেকে ২০২১ সালের ১৯ জানুয়ারি পর্যন্ত হয়ে থাকা খেলার পারফরম্যান্স বিবেচনায় নিয়েছেন নির্বাচকরা। সেখানে দেখা যায় ২৩ ম্যাচে ২৬ ইনিংসে স্মিথ করেছেন ৪৫.৭৫ গড়ে ১০৯৮ রান। সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি করেছেন ৪টি করে। সর্বোচ্চ ইনিংস তার ১৩১। যে কারণে তিনিই অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার।
এদিকে গত ১২ মাসে মাত্র ৪টি টেস্ট খেলার সুযোগ পান প্যাট কামিন্স। এর মধ্যে তিনি নেন ২১ উইকেট। এমন পারফরম্যান্সের সুবাদে এ পেসার হয়েছেন অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট খেলোয়াড়ের পুরস্কার।
অস্ট্রেলিয়ার বর্ষসেরা টি-টোয়েন্টি খেলোয়াড় হতে অ্যাস্টন আগার পেছনে ফেলেছেন অ্যারণ ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নারকে। গত এক বছরে ৬ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন তিনি।