spot_img

ট্রোলিংয়ের প্রভাব পরিবারের ওপর, বিমর্ষ তাপসী পান্নু

অবশ্যই পরুন

স্পষ্ট বক্তা হিসেবে পরিচিত বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। সামাজিক মাধ্যমে ট্রোলের বিরুদ্ধে মোক্ষম জবাব দিতে কখনোই দ্বিধা বোধ করেন না। তার কথায়, ট্রোলারদের তিনি পাত্তা দেন না। তবে এর প্রভাব এসে পড়ে নায়িকার পরিবারের ওপর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাপসী জানিয়েছেন, এই ট্রোলগুলো বন্ধ করার চেষ্টা করেও বারবার হতাশই হয়েছেন তিনি। তবে সামাজিক মাধ্যমে ট্রোলারদের মোক্ষম জবাব দেওয়ার সময় ‘পিংক’ তারকা মাথায় রাখেন, তিনি যেন অন্যকে ট্রোল না করে বসেন। নিজের মর্যাদা অক্ষুন্ন রাখার চেষ্টা করেন সর্বদা।

অপর এক সাক্ষাৎকারে তাপসী জানান, সামাজিক মাধ্যমে যে বিষাক্ততা ছড়িয়ে রয়েছে, সেগুলোর সঙ্গে তিনি অভ্যস্ত হয়ে উঠেছেন। কিন্তু তার পরিবার এখনো এগুলোর সঙ্গে মানিয়ে উঠতে পারেনি। অভিনেত্রী জানিয়েছেন, ‘আমার পরিবারের কেউই চলচ্চিত্র জগতের মানুষ নন। তাই তাদের অসুবিধা হয় এসব দেখতে। কিন্তু আমি জানি, তাদের অভ্যস্ত হতে হবে। না হলে কিছু করার নেই।’

তাপসীর কথায়, তিনি ট্রোলারদের জন্য নিজেকে বদলাতে নারাজ। সামাজিক মাধ্যমে তার সক্রিয়তার জন্যই তিনি ট্রোলের সম্মুখীন হন বলে মনে করেন অভিনেত্রী।

তাপসী বলেন, ‘তার মানে আমার বক্তব্য ও মতামত এই সমাজে প্রভাব ফেলছে। মানুষ আমার কথা শুনছে। আর তাই ট্রোল করে প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে। আমার মুখ বন্ধ করার চেষ্টা চলছে সেজন্যই।’

অভিনেত্রী মনে করেন, তিনি যত ট্রোলিংয়ের জবাব দেবেন, তত বেশি কুমন্তব্যের শিকার হবেন। তত বেশি তার মর্যাদা ক্ষুন্ন হবে। তাই নিজের মতো করেই জীবনযাপন করতে চান তিনি।

আপাতত গোয়াতে আগামী ছবি ‘লুপ লাপেটা’র শুটিংয়ে ব্যস্ত তাপসী। একটি জার্মান ছবির রিমেক এই ছবি। এছাড়া তাপসীর ঝুলিতে রয়েছে মিতালি রাজের বায়োপিক ‘সাবাস মিঠু’, ‘রশমি রকেট’-এর মতো ছবি।

সর্বশেষ সংবাদ

অধিনায়কের সঙ্গে তর্কে জড়িয়ে দুই ম্যাচ নিষিদ্ধ জোসেফ

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপের সঙ্গে ফিল্ডিং সাজানো নিয়ে মতের অমিল হওয়ায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ