ইংল্যান্ডের জয়ের কোনও সম্ভাবনাই দেখছেন না গৌতম গম্ভীর

অবশ্যই পরুন

বর্তমান সময়ে দারুণ ছন্দে রয়েছে ইংল্যান্ড। কয়েকদিন আগেই শ্রীলঙ্কাকে টেস্টে হোয়াইটওয়াশ করে ভারতে পা রেখেছে জো রুটের দল। তবে বিরাট কোহলিদের বিপক্ষে বুধবার থেকে শুরু হতে যাওয়া চার ম্যাচের টেস্ট সিরিজের কোন ম্যাচেই ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা দেখছেন গৌতম গম্ভীর। সেই তিনই আবার জানিয়েছেন, সিরিজের একমাত্র ডে-নাইট টেস্ট ফিফটি-ফিফটি হতে পারে।

করোনা পরবর্তী সময়ে শুক্রবারই ঘরের মাঠে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামছে কোহলি অ্যান্ড কোং। স্বাভাবিকভাবেই ইংল্যান্ডের ভারত সফর ঘিরে বাড়তি সতর্ক ভারতীয় ক্রিকেট বোর্ড।

ভারত-ইংল্যান্ড চার টেস্ট সিরিজের প্রথম দু’টি ম্যাচ হবে চিপকে। আর পরের দু’টি টেস্ট হবে আমদাবাদে মোতেরায়। সিরিজের তৃতীয় টেস্টটি হবে পিঙ্ক বলে ডে-নাইট। আসন্ন টেস্ট সিরিজ নিয়ে গম্ভীর বলেন, ‘আমার মনে হয় না, ভারতের যা স্পিন আক্রমণ তাতে সিরিজে ইংল্যান্ড কোনও টেস্ট জিততে পারবে বলে। চার টেস্টের সিরিজ ৩-০ জিততে পারে ভারত। অথবা সিরিজের ফলাফল হতে পারে ভারতের পক্ষে ৩-১। ডে-নাইট টেস্টে দুই দলই ফিফটি-ফিফটি।’

২০১৯ সালে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম দিন-রাতের টেস্ট খেলেছিল ভারত। যে ম্যাচ দলটি জিতেছিল ইনিংস ব্যবধানে। তারপর অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাডিলেড ডে-নাইট টেস্ট ৮ উইকেটে হারে কোহলি অ্যান্ড কো।

সর্বশেষ সংবাদ

রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তনেও সঙ্গে থাকার বার্তা জাপানের

রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন হলেও বাংলাদেশের সঙ্গে জাপান কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। রোববার (২৪...

এই বিভাগের অন্যান্য সংবাদ