যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এনএসসি) গোয়েন্দা শাখায় জ্যেষ্ঠ পরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে মাহের বিতার নামের এক ফিলিস্তিনি মুসলিমকে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, মাহের বিতার যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
ফিলিস্তিনের বংশোদ্ভূত আমেরিকান মাহের বিতার ডোনাল্ড ট্রাম্পের প্রথম অভিশংসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রেসিডেন্ট বারাক ওবামার সময় ইসরায়েল-ফিলিস্তিন বিষয়ক বিভাগের প্রধান হিসেবেও কাজ করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর জো বাইডেন মুসলিম প্রধান সাতটি দেশের ওপর ট্রাম্পের আরোপিত নিষেধাজ্ঞা বাতিল করেছিলেন। মার্কিন প্রশাসনে মুসলিম দেশের বংশোদ্ভূত অনেকেই দায়িত্ব পান।