বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের পাঁচ নেতা

অবশ্যই পরুন

ভারতের ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের আরো পাঁচ বিধায়ক। শনিবার নয়াদিল্লি গিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন তারা। তৃণমূল ছাড়ার তালিকায় যোগ হলো রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল, পার্থ সারথী চট্টোপাধ্যায় ও রথীন চক্রবর্তীর নাম।

সদ্য দলে যোগ দেয়া নেতাদের জন্য কলকাতায় বিশেষ বিমান পাঠায় বিজেপি। দিল্লি পৌঁছে এক অনুষ্ঠানে বিজেপিতে যোগ দেন তাঁরা। বিজেপের নতুন নেতারা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করেন।

এদিকে বিজেপিতে যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গের তৃণমূল ঘনিষ্ঠ অভিনেতা রুদ্রনীল ঘোষ। দেশটিতে আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে তৃণমূল কংগ্রেসে এরই মধ্যে শুরু হয়ে গেছে ভাঙন। সম্প্রতি দলটি থেকে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী, লক্ষ্মীরতন শুক্লা ও রাজীব বন্দ্যোপাধ্যায়।

সর্বশেষ সংবাদ

শাহরুখ পুত্রের ধর্ম নিয়ে নতুন আলোচনা, জবাব দিলেন গৌরী

তারকাদের খুঁটিনাটি সব বিষয় নিয়েই তাদের ভক্তদের আগ্রহ থাকে। বাদ যায় না তাদের পরিবারের সদস্যরা। আর সে কারণেই স্টার...

এই বিভাগের অন্যান্য সংবাদ