ইতালিয়ান পররাষ্ট্রমন্ত্রী লুইজি দি মাইও বলেছেন, দেশে মানবিক বিপর্যয় চলতে দেওয়া যায় না।শুক্রবার লুইজি দি মাইও বলেন, মধ্যপ্রাচ্যের দুটি দেশ ক্ষমতার অপব্যবহার করছে। এজন্য এ সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হয়েছি। তিনি আরও বলেন, আমরা বিশ্বে শান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠা করতে চাই। -আল জাজিরা
যারা যুদ্ধ ও বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের কাছে আমরা অস্ত্র বিক্রি করব না। ২০১৬ সালের চুক্তি অনুযায়ী, সউদি আরব ও আরব আমিরাতকে ৪৮৫ মিলিয়ন ডলারের আরও ২০হাজার ক্ষেপণাস্ত্র দেওয়ার কথা ইতালির।
দেশটির পিস অ্যান্ড ডিসারমামেন্ট নেটওয়ার্ক নামের একটি গ্রুপ জানিয়েছে, আমরা প্রচারণা চালিয়ে সরকারকে এ চুক্তি বাতিলে বাধ্য করেছি। সউদি ও আরব আমিরাতের কাছে স্থায়ীভাবে অস্ত্র বিক্রি বন্ধ করলো ইতালি। ২০১৯ সালে ইতালি সউদীর কাছে ১২৮ এবং আরব আমিরাতের কাছে ১০৯ মিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র বিক্রি করেছে।