spot_img

এক বছর নিষিদ্ধ হুদা

অবশ্যই পরুন

ক্রুনাল পান্ডিয়ার সঙ্গে বাদানুবাদের পর দলের জৈব সুরক্ষা বলয় ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফি থেকে নামও তুলে নেন। যে জন্য শাস্তি পেতে হলো দীপক হুদাকে।

ভারতের চলতি ঘরোয়া মৌসুমের জন্য দীপক হুদাকে সাসপেন্ড করেছে বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন (বিসিএ)।

তবে সংস্থাটির এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্য সংস্থার একাধিক সদস্য।

বিসিএয়ের প্রেস এবং পাবলিসিটির চেয়ারম্যান সত্যজিৎ গায়কোয়াড় জানান, চলতি ঘরোয়া মৌসুমের জন্য হুদাকে আর বিবেচনা না করার সিদ্ধান্ত নিয়েছে অ্যাপেক্স কাউন্সিল।

পান্ডিয়ার সঙ্গে হুদার যে ঝামেলা হয়েছিল, তা নিয়ে দলের কোচ এবং টিম ম্যানেজারের রিপোর্ট খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কথা বলা হয়েছে হুদার সঙ্গেও।

গায়কোয়াড় জানান, সৈয়দ মুস্তাক আলি ট্রফির পাশাপাশি এবারের বিজয় হাজারে ট্রফিতেও খেলতে পারবেন না হুদা। ২০২১-২২ মৌসুমে বরোদার জার্সি গায়ে মাঠে নামতে পারবেন।

সৈয়দ মুস্তাক আলি ট্রফি শুরুর আগে অশান্তির আগুন জ্বলতে শুরু করেছিল বরোদা দলে। গত ৯ জানুয়ারি অনুশীলন চলাকালীন বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন অধিনায়ক ক্রুনাল এবং সহ-অধিনায়ক হুদা।

বিসিএকে লেখা চিঠিতে হুদা জানিয়েছিলেন, তার সঙ্গে অশ্রাব্য ভাষায় কথা বলেছেন ক্রুনাল। গালিগালাজ করা হয়েছিল বলেও অভিযোগ তোলেন। একইসঙ্গে ঘরোয়া টি-টোয়েন্টি লিগ থেকে নিজের নাম প্রত্যাহার নেন হুদা।

বিসিএয়ের যুগ্মসচিব পরাগ প্যাটেল জানান, দলের ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা না করেই দল থেকে বেরিয়ে গিয়ে হুদা ভুল করেছেন। তবে পুরো মৌসুমের জন্য তাকে নিষিদ্ধ করার কোনো প্রয়োজন ছিল না। সেই কাজের জন্য তাকে ছাড় দেওয়া যেত এবং খেলতে দেওয়া উচিত ছিল।

সর্বশেষ সংবাদ

কপ-২৯ সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

আজারবাইজানে কপ-২৯ জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ৮টা ৫...

এই বিভাগের অন্যান্য সংবাদ