spot_img

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫৬

অবশ্যই পরুন

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৬ জনে দাঁড়িয়েছে। আহত শত শত লোকের চিকিৎসা চলছে।

এদিকে জীবিতদের উদ্ধারে এখনো তল্লাশি অভিযান চলছে। কর্তৃপক্ষ রবিবার এ কথা জানালেও এখন পর্যন্ত ঠিক কতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে সে সম্পর্কে তারা কিছু বলেনি।

গত শুক্রবার সুলাওয়েসি দ্বীপে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে অসংখ্য লোক গৃহহীন হয়ে পড়েছে। হাসপাতালগুলোতে আহত শত শত লোকের চিকিৎসা চলছে।

দ্বীপটিতে ২০১৮ সালে ৭.৫ মাত্রা তীব্র ভূমিকম্প এবং সুনামির আঘাতে ৪ হাজার ৩শ’রও বেশি লোকের প্রাণহানি ঘটে অথবা নিখোঁজ হয়।

সর্বশেষ এই ভূমিকম্পে শনিবার ৪৬ জনের প্রাণহানির কথা বলা হলেও সরকারি হিসেবে এখন তা ৫৬ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪৭ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৩...

এই বিভাগের অন্যান্য সংবাদ