spot_img

পয়েন্ট টেবিলের শীর্ষে পিএসজি

অবশ্যই পরুন

অবশেষে নিজেদের চিরচেনা শীর্ষস্থান ফিরে পেল ফ্রান্সের চ্যাম্পিয়ন ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। মৌসুমের শুরুতে কয়েক ম্যাচে হোঁচট খাওয়ায় পয়েন্ট টেবিলে তিন-চার নম্বরে ঘোরাঘুরি করছিল তারা।

শনিবার (১৬ জানুয়ারি) রাতে অ্যাঞ্জারসের বিপক্ষে ১-০ গোলের জয়ে বাকিদের টপকে টেবিলের এক নম্বর স্থানটি দখল করেছে ফ্রেঞ্চ লিগ ওয়ানের হ্যাটট্রিক চ্যাম্পিয়নরা। করোনাভাইরাসে জর্জরিত ক্লাবটির জন্য এটি একটি বড় পাওয়া। দলের তিন খেলোয়াড় এবং কোচ করোনায় আক্রান্ত।

প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে খুব একটা স্বচ্ছন্দে খেলতে পেরেছে পিএসজি- এমনটা বলার সুযোগ নেই। মাঝারি শক্তির দল অ্যাঞ্জারসের নিজেদের ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়েছে পুরোপুরি, বারবার কাঁপিয়েছে পিএসজির রক্ষণ।

দুই দলই ম্যাচে আক্রমণ করেছে সমান ১১ বার করে। তবে পিএসজির ৩টি শটের বিপরীতে অ্যাঞ্জারসের ৪টি শট ছিল লক্ষ্য বরাবর। কিন্তু কাজের কাজ গোলটি করতে পারেনি স্বাগতিকরা। গোলবারের নিচে দুর্দান্ত ছিলেন কেইলর নাভাস।

ম্যাচের প্রথমার্ধ কেটে যায় গোলশূন্য। দ্বিতীয়ার্ধেও মিলছিল না গোলের দেখা। অবশেষে ৭০ মিনিটে গিয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন লারভিন কুরজাওয়া। ডান দিক আসা ফ্লোরেন্সির ক্রস ডি-বক্সে ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি স্বাগতিকরা, জোরালো ভলিতে ঠিকানা খুঁজে নেন ফরাসি ডিফেন্ডার কুরজাওয়া।

এই এক গোলেই নিশ্চিত হয়ে যায় পিএসজির জয়। যার ফলে ২০ ম্যাচে ১৩ জয় ও ৩ ড্র’তে ৪২ পয়েন্ট নিয়ে তারা উঠে গেছে টেবিলের শীর্ষে। এক ম্যাচ কম খেলে ৪০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে লিয়ন। অ্যাঞ্জারস ২০ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে সাত নম্বরে।

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রে ঘরের ভেতরে পরিচিতদের মধ্যে গোলাগুলি, অস্ত্রধারীসহ নিহত ৫

তিনটি বাড়িতে আলাদা বন্দুক হামলায় অস্ত্রধারীসহ পাঁচজন নিহত হয়েছেন। ঘটনাগুলো ঘটেছে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যা পৌনে...

এই বিভাগের অন্যান্য সংবাদ