একবার করোনা হলে সুরক্ষা অন্তত ৫ মাস: ব্রিটিশ গবেষণা

অবশ্যই পরুন

একবার করোনা সংক্রমিত হওয়ার পর কমপক্ষে পাঁচ মাসের জন্য সুরক্ষিত থাকে বেশির ভাগ মানুষ। পাবলিক হেলথ নামে ইংল্যান্ডের এক গবেষণা সংস্থা এমনটাই বলছে।

গবেষণা দলটির প্রধান অধ্যাপক সুসান হপকিন্স বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির শরীরে কয়েকমাস পর্যন্ত প্রতিরোধ ক্ষমতা থাকে। আর একবার আক্রান্ত হওয়াদের ঝুঁকি কমে ৮৩ শতাংশ।  তবে গবেষকরা বলছেন যারা দ্বিতীয়বার সংক্রমিত হয়েছেন, তাদের অনেকের শরীরেই ভাইরাসের মাত্রা ছিলো উচ্চ।

শুক্রবার বিবিসি জানায়, এই গবেষণার তথ্য দেশটির অনেক স্বাস্থ্যকর্মীর উদ্বেগ কমাতে পারে। তবে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পরও কিছু মানুষ ফের করোনা আক্রান্ত হতে পারেন।  তাই মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান গবেষকদের।

সুশান হপকিন্স আরও বলেন, যারা দ্বিতীয়বার করোনায় সংক্রমিত হয়েছেন, তাদের মধ্যে অনেকের শরীরে ভাইরাস উচ্চমাত্রায় ছিল। কিন্তু তাদের কোনো উপসর্গ ছিল না। তারা সহজেই অন্যদের সংক্রমিত করতে পারেন।

গবেষক সুশান হপকিন্স বলেন, একবার কারও করোনা হলে খুব কম ক্ষেত্রে আবার সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকে। কারণ, একবার করোনায় সংক্রমিত ব্যক্তির শরীরে প্রতিরোধক্ষমতা তৈরি হয়ে যায়। তবে তাঁর অন্যদের সংক্রমিত করার ঝুঁকি থাকে।

গবেষকেরা নমুনা পরীক্ষা করে দেখেন, প্রথম সংক্রমণের ৯০ দিনের বেশি সময় পরে তাঁরা আবার সংক্রমিত হয়েছেন। কিছু গবেষণা এখনো চলছে। গবেষকেরা বলছেন, এসব গবেষণার মধ্য দিয়ে আরও নতুন ফলাফল আসতে পারে।

গত বছরের জুন থেকে নভেম্বর মাস পর্যন্ত যুক্তরাজ্যের প্রায় ২১ হাজার স্বাস্থ্যকর্মীর নিয়মিত করোনা পরীক্ষা করা হয়। করোনায় সংক্রমিত এমন ব্যক্তিদের ও আগে সংক্রমিত হয়েছেন এমন ব্যক্তিদের এই পরীক্ষায় অন্তর্ভুক্ত করা হয়। যাদের শরীরে করোনার কোনো অ্যান্টিবডি পাওয়া যায়নি, ধরে নেওয়া হয়েছে তারা এই ভাইরাসে সংক্রমিত হননি। এই সময়ের মধ্যে ৩১৮ জনের নতুন করে সংক্রমণের সম্ভাবনা দেখা দেয়।

শরীরে অ্যান্টিবডি রয়েছে এমন ৬ হাজার ৬১৪ জনের মধ্যে মাত্র ৪৪ জনের নতুন সংক্রমণের সম্ভাবনা ছিল। গবেষকেরা নমুনা পরীক্ষা করে দেখেন, প্রথম সংক্রমণের ৯০ দিনের বেশি সময় পরে তারা আবার সংক্রমিত হয়েছেন। কিছু গবেষণা এখনো চলছে। গবেষকেরা বলছেন, এসব গবেষণার মধ্য দিয়ে আরও নতুন ফলাফল আসতে পারে।

বিজ্ঞানীরা শরীরে কত দিন ধরে প্রতিরোধক্ষমতা থাকে, তা বের করতে ১২ মাস ধরে স্বাস্থ্যকর্মীদের পর্যবেক্ষণ করেন। করোনার নতুন ধরন নিয়েও তারা গবেষণা চালান। যদিও সে সময় করোনার নতুন ধরন খুব বেশি ছড়িয়ে পড়েনি। গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে যারা টিকা নিয়েছেন, তাঁদের প্রতিরোধক্ষমতাও পর্যবেক্ষণ করেন গবেষকেরা। একবার কারও করোনা হলে খুব কম ক্ষেত্রে আবার সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকে। কারণ, একবার করোনায় সংক্রমিত ব্যক্তির শরীরে প্রতিরোধক্ষমতা তৈরি হয়ে যায়। তবে তার অন্যদের সংক্রমিত করার ঝুঁকি থাকে।

লেইসেসটার বিশ্ববিদ্যালয়ের ভাইরাস বিশেষজ্ঞ ড. জুলিয়ান ট্যাং বলেন, গবেষণার ফল স্বাস্থ্যকর্মীদের জন্য স্বস্তির। করোনা থেকে সেরে ওঠার পর টিকা খুব বেশি প্রভাব ফেলে না। টিকা খুব বেশি হলে প্রাকৃতিক প্রতিরোধক্ষমতা জোরালো করতে পারে। মৌসুমি ফ্লু–এর টিকার ক্ষেত্রেও এমনটা ঘটে।

গবেষণার এই ফলাফল দ্বিতীয়বার সংক্রমণের আশঙ্কায় রয়েছেন এমন অনেক স্বাস্থ্যকর্মীর উদ্বেগ কমিয়ে দেবে।

সর্বশেষ সংবাদ

রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তনেও সঙ্গে থাকার বার্তা জাপানের

রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন হলেও বাংলাদেশের সঙ্গে জাপান কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। রোববার (২৪...

এই বিভাগের অন্যান্য সংবাদ