কারো কোনো বক্তব্য থাকলে দলীয় ফোরামে বলা উচিত : শাজাহান খান

অবশ্যই পরুন

 আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জার বক্তব্য সম্পর্কে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান, এমপি বলেছেন, “তার কোন বক্তব্য থাকলে তা দলীয় ফোরামে বলা উচিত। এভাবে কোন কথা বলা উচিত নয়। আর তার সব অভিযোগই সত্য না। তাও দলীয় ফোরামে আলোচনা হওয়া উচিত।”

শাজাহান খান বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে মাদারীপুর ডায়াবেটিক সমিতির ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি একথা বলেন।

ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হোসেন, গণপূর্ত সার্কেল গোপালগঞ্জের তত্ত্বাবধায় প্রকৌশলী মো. মশিউর রহমান, প্রকল্প পরিচালক বিশ্বজিৎ বৈদ্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণপূর্ত জোন গোপালগঞ্জের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল খায়ের। ৬ তলা বিশিষ্ট ৮০ শয্যা বিশিষ্ট মাদারীপুর ডায়াবেটিক হাসপাতালটি ২১ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত হবে।

সর্বশেষ সংবাদ

রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তনেও সঙ্গে থাকার বার্তা জাপানের

রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন হলেও বাংলাদেশের সঙ্গে জাপান কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। রোববার (২৪...

এই বিভাগের অন্যান্য সংবাদ