অনেক জল ঘোলা হওয়ার পর সিডনি টেস্ট শেষ করে শেষ টেস্টের জন্য ব্রিসবেন পৌঁছেছে ভারতীয় ক্রিকেট দল। কঠোর কোয়ারেন্টাইন বিধির জন্য যে ভেন্যুতে টেস্ট বাতিলের দাবিও উঠেছিল ভারতীয় ক্রিকেটারদের পক্ষ থেকে। শেষ পর্যন্ত আজিঙ্কা রাহানে, রোহিত শর্মারা ব্রিসবেনে গেলেও বিতর্ক থেমে নেই।
ব্রিসবেনে টিম হোটেলেই বন্দি থাকতে হচ্ছে ভারতীয় ক্রিকেটারদের। অভিযোগ পরিষ্কার করতে হচ্ছে বাথরুমও।
সুইমিং পুল ব্যবহার করার অনুমতি নেই। জিমও খুবই সাদামাটা। হোটেলের বাইরের একটি ভারতীয় রেস্তোরাঁ থেকে যে খাবার আনা হচ্ছে, তার মানও নাকি খুব একটা ভালো নয়।
নাম প্রকাশে অনিচ্ছুক টিম ম্যানেজমেন্টের এক ব্যক্তি জানিয়েছেন, ‘আমরা নিজেদের ঘরে এক রকম বন্দি। বিছানা নিজেদেরই পরিষ্কার করতে হচ্ছে। বাথরুমের হাল খুব খারাপ। বাধ্য হয়ে নিজেরাই পরিষ্কার করছি। হোটেলের যে ফ্লোরে আছি আমরা, তার বাইরে যাওয়া যাচ্ছে না। সুইমিং পুল ব্যবহার করার অনুমতি নেই।’
এমন পরিস্থিতিতে শেষ মেষ ভারতীয় ক্রিকেট বোর্ডের হস্তক্ষেপ করতে হয়েছে। বিসিসিআই থেকে অজি বোর্ড ও হোটেল কর্তৃপক্ষর সঙ্গে কথা বলা হয়েছে। যাতে ভারতীয় ক্রিকেটারদের ন্যূনতম সুবিধা দেওয়া হয়। অজি বোর্ড থেকে নাকি আশ্বাস দেওয়া হয়েছে, এরকম পরিস্থিতি আর থাকবে না।