চলচ্চিত্রের সবাইকে একযোগে কাজ করতে হবে: পপি

অবশ্যই পরুন

চিত্রনায়িকা পপির সমসাময়িক অনেক নায়িকা চলচ্চিত্র থেকে বিদায় নিলেও তিনি এখনও অভিনয় করে যাচ্ছেন। সিনেমায় অবদানের জন্য তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। চলচ্চিত্রের মন্দাবস্থায়ও তাকে নিয়ে নির্মাতারা সিনেমা নির্মাণ করছেন। সিনেমার দুর্দশা কাটাতে তিনি সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানিয়েছেন।

পপি বলেন, করোনায় সব কিছুই অস্বাভাবিক হয়ে পড়েছে। সিনেমা হল খুললেও দর্শক সমাগম হচ্ছে না। ভ্যাকসিন বাজারে চলে আসলে একটা পরিবর্তন আসবে। তাছাড়া সম্মিলিত প্রচেষ্টা লাগবে। তিনি বলেন, আমরা বেশিরভাগই কথা বেশি কাজ কম করি। কিন্তু কথা কম, কাজ বেশি করতে হবে। এখন কাজের কোনো বিকল্প নেই। চলচ্চিত্রের সবাইকে একযোগে কাজ করতে হবে। তাহলেই যে ক্ষতি হয়েছে, তা কিছুটা হলেও পুষিয়ে নেয়া সম্ভব হবে।

উল্লেখ্য, পপি এরইমধ্যে ইমপ্রেস টেলিফিল্মের নতুন সিনেমা ভালোবাসার প্রজাপ্রতি’র কাজ শেষ করেছেন। এছাড়া মুক্তির অপেক্ষায় আরও বেশ কয়েকটি সিনেমা রয়েছে।

সর্বশেষ সংবাদ

রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তনেও সঙ্গে থাকার বার্তা জাপানের

রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন হলেও বাংলাদেশের সঙ্গে জাপান কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। রোববার (২৪...

এই বিভাগের অন্যান্য সংবাদ