spot_img

মাশরাফিকে বাদ দেয়া সিনিয়রদের জন্য সতর্ক সংকেত

অবশ্যই পরুন

 

গত মার্চে সিলেটে জিম্বাবুয়ের সাথে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে ক্যাপ্টেনসি থেকে অবসর। নতুন অধিনায়ক হিসেবে বিসিবি মনোনীত করেছে তামিম ইকবালকে। ফিট মাশরাফি এই প্রথম নেই জাতীয় দলে।

৮৮ ম্যাচে ক্যাপ্টেন্সিতে ৫০ জয়ে অন্য উচ্চতায় থাকা মাশরাফি চেয়েছিলেন অন্ততঃ পারফর্ম করে ওয়ানডে দলে টিকে থাকতে। বঙ্গবন্ধু টি-২০ কাপের প্রথম কোয়ালিফাইয়ারে নিজের টি-২০ ক্যারিয়া সেরা বোলিংয়ে (৫/৩৫) আসন্ন ওয়ানডে সিরিজে সেই দাবিই তুলেছিলেন।

তবে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফির নিকট অতীতের এই পারফরমেন্স হয়নি বিবেচ্য।কাউকে বাদ দিতে হলে তার পারফরমেন্সটা যেখানে আনতে হবে যৌক্তিকভাবে। তাহলে কি এই মানদন্ডে মাশরাফিকে বাদ দিয়েছেন নির্বাচকরা ?

নির্বাচক হাবিবুল বাশার সুমন অবশ্য মাশরাফির পারফরমেন্স নিয়ে অসন্তুস্টির কিছুই বলতে পারছেন না-‘দেখেন মাশরাফি ২০ বছর ধরে আমাদের সার্ভিস দিয়ে আসছে। মাশরাফি কি করেছে আমরা সবাই জানি। সো ওর সাথে কারো কম্পেয়ার আমি করব না। ও সবসময় আমাদের জন্য আইকনিক প্লেয়ার ছিল। দেখুন এখনো আমি মনে করি হি ইজ স্টিল গুড।  বাট এক বছর, এটা কঠিন হয়ে যাবে। এটাই বাস্তবতা। সেক্ষেত্রে আমরা যদি সামনের দিকে তাকাই নতুন কাউকে সুযোগ দেই। আমরা মনে হয়না ওর সাথে এখনই কাউকে কম্পেয়ার করাটা ঠিক হবে। এটা এক্সপেরিমেন্টাল নয়, সামনের জন্য ওদেরকে তৈরি করে দেয়া।’

মাশরাফিকে বাদ দিয়ে দীর্ঘ দিন পর ওয়ানডে ক্রিকেটে ভেঙ্গে গেল পঞ্চপান্ডব।মাশরাফিকে বাদ দিয়ে প্রকারান্তরে  বাকি চার সিনিয়র ক্রিকেটারকে দেয়া হয়েছে সতর্ক সঙ্কেত।

এখন থেকে সিনিয়রদের ছাঁয়ায় একজন,একজন করে নতুনদের সুযোগ দিয়ে ভবিষ্যতের জন্য তৈরি করতে চান নির্বাচকরা। নির্বাচক হাবিবুল বাশার সুমন সেই পরিকল্পনার কথাই জানিয়েছেন-‘ অবশ্যই যে টপ ফাইভ সিনিয়র প্লেয়ার আছে তারা যতদিন সার্ভিস দিতে পারে খুব ভালো। তবে এই সালের পরে তো আমাদের চিন্তা করতে হবে। নতুনদের আমরা গড়ে দিচ্ছি এদের ছত্রছায়ায়। আমরা চাই না ওরা যখন আসবে তখন যেন সিনিয়র প্লেয়াররা না থাকে। এই জন্য আমরা ছোট ছোট করে একটা একটা করে টিমে অন্তভূক্ত করছি যাতে ব্যালেন্সটা ঠিক থাকে। আর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে হয়ত আমরা সামনে অনেক খেলা পাবো ন্যাশনাল টিমের বাইরে এইচপি, এ দলের খেলা পাবো। সেক্ষেত্রে এই নতুন প্লেয়ারদের গড়ে তুলতে আমাদের অনোক সুবিধা হবে। কিন্তু এখন যে অর্ন্তভূক্তিটা হয়েছে তা গত ২/৩ বছরের উপর শুধু এই টুর্নামেন্টের উপর নির্ভর করে নয়।’

সর্বশেষ সংবাদ

মুজিববর্ষের নামে ভাস্কর্য-ম্যুরালে হাজার হাজার কোটি টাকা নষ্ট: শফিকুল আলম

মুজিববর্ষের নামে কত টাকা অপচয় করা হয়েছে তা বর্তমান সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...

এই বিভাগের অন্যান্য সংবাদ