করোনাভাইরাস টিকা সরবরাহে বৈষম্য বন্ধে উদ্যোগ নিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অবশ্যই পরুন

করোনাটিকা সরবরাহে বৈষম্য বন্ধে উদ্যোগ নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ডব্লিউএইচও।বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলো প্রয়োজন অনুসারে যেন করোনা টিকা পায়, সে উদ্যোগ নিয়েছে তারা। এখন থেকে অনুন্নত দেশগুলোতে ইউনিসেফ ও প্যান আমেরিকান স্বাস্থ্য সংস্থাগুলো টিকা বিতরণ করতে পারবে। এতে করে, সুবিধা বঞ্চিত মানুষরাও টিকা পাবে। -সিএনএন

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও জানিয়েছে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশগুলো টিকা আবিষ্কার করছে। তারা নিজস্ব নিয়ন্ত্রক সংস্থা দিয়ে সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করছে। টিকা সরবরাহও করছে নিজেদের প্রয়োজন অনুসারে।

ফলে, টিকা সরবরাহে তৈরি হয়েছে বৈষম্য। বৈষম্য দূর করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। ২০২০ সালের ৮ ডিসেম্বর যুক্তরাজ্যে প্রথম করোনা টিকার অনুমোদন দেওয়া হয়েছিলো।

সর্বশেষ সংবাদ

আলিয়া প্রসঙ্গে অজানা তথ্য ফাঁস করলেন রণবীর

বলিউড দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট প্রায়শই কোনও না কোনও কারণে খবরে থাকেন। তবে এবার অভিনেত্রীর অবাক করা...

এই বিভাগের অন্যান্য সংবাদ