ধারাবাহিকতা রক্ষার তাগিদে খুব বেশি পরিবর্তন আনা হয়নি দলে

অবশ্যই পরুন

২৩ সদস্যের প্রাথমিক দল থেকে ১৫ জনের মূল স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ঘোষিত এই স্কোয়াডকে সেরা বলছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। এর কারণও ব্যাখ্যা করেছেন তিনি।

বৃহস্পতিবার মূল দল ঘোষণার পর এক ভিডিও বার্তায় নান্নু বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা ভালো ওয়ানডে সিরিজ খেলেছি। ৩-০তে জিতেছি। সেই ধারাবাহিকতা রক্ষা করার তাগিদে আমরা খুব বেশি পরিবর্তন আনিনি। মোটামুটি সবাই দলে আছে। আশা করি শ্রীলঙ্কার বিপক্ষেও আমরা ভালো করবো।’

সঙ্গে যোগ করেন নান্নু, ‘হোম সিরিজে আমরা সব সময়ই ভালো ক্রিকেট খেলি। এই সিরিজেও তাই হবে আশা করি। নিউজিল্যান্ডে ভালো করতে পারিনি। কিন্তু নিজেদের মাঠে খেলোয়াড়রা আত্মবিশ্বাসী আছে। আমরাও আত্মবিশ্বাসী।’

২৩ সদস্যের দল থেকে পেসার রুবেল হোসেন ও হাসান মাহমুদ চোটের কারণে সুযোগ পাননি। প্রাথমিক দলে থাকলেও জায়গা হারিয়েছেন ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত ও নাসুম আহমেদ। তবে ১৫ জনের দলের সঙ্গে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে চার ক্রিকেটারকে।

এ প্রসঙ্গে নান্নুর ব্যাখ্যা, ‘আমরা ১৫ জনের স্কোয়াড দিয়েছি এবং চারজন স্ট্যান্ডবাই আছে— নাঈম শেখ, তাইজুল, শহিদুল ও বিপ্লব। ১৯ জনের এই স্কোয়াডটাই আমরা তৈরি করেছি। কারণ কোভিডের মধ্যে বলা যায় না কখন কাকে লাগে। স্ট্যান্ডবাই চারজনও দলের সাথেই থাকবে।’

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে থাকলেও নিউজিল্যান্ডে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দলে ছিলেন না অলরাউন্ডার সাকিব আল হাসান। এই সিরিজ দিয়ে আবার দলে ফিরেছেন তিনি।

এই প্রসঙ্গে নান্নু বলেন, ‘সাকিব বা যেকোনো সেরা খেলোয়াড়কে দলে পেলে দল ভালো থাকে। অনুশীলন ম্যাচে তারা খেলেছে। সবাই যদি আত্মবিশ্বাসী থাকে, তাহলে আশা করি খুব ভালো হবে। আমরা একটি ভালো সিরিজের প্রত্যাশা করছি।’

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে এলেন আইসিসির প্রধান কৌঁসুলি

চার দিনের সফরে আজ সোমবার (২৫ নভেম্বর) সকালে ঢাকায় এসেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম এ এ...

এই বিভাগের অন্যান্য সংবাদ