গলাচিপায় স্ত্রী খুন, স্বামী আটক

অবশ্যই পরুন

পটুয়াখালীর গলাচিপায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে পানপট্টি ইউনিয়নের জয়মানিক গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জেসমিন আক্তার বেলী (৩০) গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের ছয়আনী গ্রামের বেলাল মালের মেয়ে।

এ ঘটনায় আটক নিহতের স্বামী নুরুজ্জামান (৩৫) পানপট্টি ইউনিয়নের জয়মানিক গ্রামের ছোবাহান মীরের ছেলে।

গলাচিপা থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, নিহত বেলীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামীর নির্যাতনেই তার মৃত্যু হয়েছে।

ওসি জানান, বেলীর বাবা বেলাল মাল দাবি করছেন, বিয়ের পর থেকেই তার মেয়েকে মারধর করত। তার মেয়েকে স্বামীই হত্যা করেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানা যায়, প্রায় এক যুগ আগে বেলীর সাথে নুরুজ্জামানের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সাত বছরের মেয়ে এবং দেড় বছরের ছেলে রয়েছে।

ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। হত্যার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

সর্বশেষ সংবাদ

তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে বিএনপির বৈঠক

বাংলাদেশে নিযুক্ত তুরস্ক রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব একটি প্রতিনিধি দল। রোববার...

এই বিভাগের অন্যান্য সংবাদ