বিশ্বজুড়ে আরও সাড়ে নয় হাজার প্রাণ গেলো করোনাভাইরাসে। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৫ লাখ ৬৭ হাজারের বেশি।
দৈনিক সংক্রমণ আর প্রাণহানিতে এখনও শীর্ষে ব্রাজিল। ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৬৮ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। ৮৩ হাজারের বেশি মানুষের দেহে শনাক্ত হয়েছে ভাইরাস।
যুক্তরাষ্ট্রে একদিনে মৃত্যু হয়েছে ৭৭২ জনের। ৬৩ হাজারের বেশি নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে। সাড়ে ৬শ’র ওপর মৃত্যু হয়েছে মেক্সিকোয়। সাড়ে চারশ’র মতো প্রাণ গেছে পোল্যান্ডে।
এছাড়া রাশিয়া ও ইতালিতেও ৪শ’য়ের কাছাকাছি প্রাণহানি। এই নিয়ে করোনায় মোট প্রাণহানি ২৭ লাখ ৮৮ হাজার ৭শ’য়ের ওপর। মোট আক্রান্ত ১২ কোটি ৭২ লাখ ৬১ হাজারের কাছাকাছি।