ব্রাজিলে করোনা মৃত্যু তিন লাখ ছাড়ালো

অবশ্যই পরুন

মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে ব্রাজিলে। বুধবার বিশ্বর দ্বিতীয় দেশ হিসেবে করোনায় মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়ায় দক্ষিণ আমেরিকার দেশটিতে। এর আগে গেল বছরের ১৪ ডিসেম্বর বিশ্বের প্রথম দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছিল। খবর এবিসি নিউজের।

বুধবার ব্রাজিলে করোনা আক্রান্ত হয়ে ২ হাজার ৯ জনের মৃত্যু হয়। এর মধ্য দিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয় ৩ লাখ ৬৮৫ জন। মঙ্গলবার দেশটিতে রেকর্ড ৩ হাজার ২৫১ জনের মৃত্যু হয়েছিল।

গেল ৭৫ দিনে ব্রাজিলে করোনা আক্রান্ত হয়ে ১ লাখ মানুষের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বাড়ার জন্য বিশেষজ্ঞরা করোনাভাইরাসের নতুন রূপকে দায়ি করছেন। করোনার বিরুদ্ধে লড়াইয়ে সরকারের ব্যর্থতাকেও দায়ি করেছেন তারা। বিশেষজ্ঞরা এও জানিয়েছেন এপ্রিল মাসটি মার্চের চেয়েও বেশি কঠিন হবে ব্রাজিলের জন্য।

ওয়ার্ল্ডওমিটার্সের পরিসংখ্যান অনুযায়ী করোনায় সর্বোচ্চ ৫ লাখ ৫৮ হাজার ৪২২ জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তৃতীয় সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার ৭২৬ জন মারা গেছে ভারতে। ১ লাখ ২৬ হাজার ৩৮২ জন মারা গেছে যুক্তরাজ্যে। ইতালিতে মৃতের সংখ্যা ১ লাখ ৬ হাজার ৩৩৯ জন। আর বিশ্বব্যাপী মোট মৃতের সংখ্যা ২৭ লাখ ৫৬ হাজার ৭৬ জন।

বিশ্বব্যাপী সাড়ে ১২ কোটি আক্রান্তের মধ্যে সেরে উঠেছে ১০ কোটি ১২ লাখের অধিক।

সর্বশেষ সংবাদ

সংস্কার নিয়ে সরকার ও বিএনপির কোনো বিরোধ নেই: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। সংস্কার আগে, নাকি...

এই বিভাগের অন্যান্য সংবাদ