খুলনায় অনুষ্ঠিত হয়ে গেল বিডি অ্যাপস মিটআপ ২০২১

অবশ্যই পরুন

বিডি অ্যাপস এর আয়োজনে খুলনার বিডি অ্যাপস ডেভেলপার এবং ডেভেলপার হিসেবে কাজ করতে আগ্রহীদের সাথে অনুষ্ঠিত হয়ে গেল বিডি অ্যাপস খুলনা মিটআপ ২০২১।

গত সোমবার (১৫ ই জানুয়ারী)  বিকালে নগরীর একটি স্থানীয় অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল মিটআপ অনুষ্ঠান।

আয়োজনে বিডি অ্যাপস এর সঙ্গে সংযুক্ত এসব প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের প্লাটফর্মটিতে কাজ করার অভিজ্ঞতা, বিডিঅ্যাপস এর উচ্চপদস্থ কর্মকর্তাদের অভিমত ও পরামর্শ, ভবিষ্যত কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

বিডি অ্যাপস খুলনা মিটআপে উপস্থিত ছিলেন রবি আজিয়াটা লিমিটের সালাহ উদ্দিন, সিফাত উল হক সনেট, বিডি অ্যাপস বিজনেস এনগেজমেন্ট লিড মুহাম্মাদ আলতামিশ নাবিল, শাহেদ সাদ উল্লাহ, বিডিঅ্যাপস চট্টগ্রামের আরিফ হাসান রিয়াদ, আরিফ হায়দার, মীর রিয়াজ এবং খুলনার বিজনেজ এক্সিকিউটিভ সৈয়দ ফাহাদ মাহমুদ, রবি খুলনা ক্লাষ্টার অফিসের তানিম হাসান এবং চ্যানেল খুলনা’র সিইও হাসানুর রহমান তানজির।

উল্লেখ্য, বিডি অ্যাপস হচ্ছে রবি আজিয়াটা লিমিটেডের একটি দেশীয় অ্যাপ ডেভেলপমেন্ট প্লাটফর্ম যেখানে সকল ধরনের মোবাইলের উপযোগী অ্যাপস নির্মাণ করে সহজেই ডেভেলপারগন ও উদ্যক্তাগন সহজেই নিজস্ব সার্ভিসটি চালু করতে পারেন এবং নিজেদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে পারেন। সফটওয়্যার ডেভেলপারদের মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি করে তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করার মাধ্যমে তাদের আপন শক্তিতে উজ্জীবিত করতে চায় বিডি অ্যাপস।

সর্বশেষ সংবাদ

নিখোঁজের তিনদিন পর মিললো ইসরায়েলি ‘রাব্বি’র মরদেহ

সংযুক্ত আরব আমিরাতে নিখোঁজের তিনদিন পর উদ্ধার করা হয়েছে ইসরায়েলের রাব্বি (ইহুদি ধর্মগুরু) জভি কোগানের মরদেহ। রোববার (২৪ নভেম্বর)...

এই বিভাগের অন্যান্য সংবাদ