ক্রীড়াঙ্গনের প্রথম টিকা নিলেন কাজী সালাহউদ্দিন

অবশ্যই পরুন

ক্রীড়াঙ্গনে প্রথম ব্যক্তি হিসেবে করোনাভাইরাসের টিকা নিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফ) সভাপতি কাজী সালাহউদ্দিন। এদিন তার সহধর্মিণীও টিকা নিয়েছেন। টিকা প্রয়োগ শেষে সুস্থ আছেন বাফুফে সভাপতি।

সোমবার (৮ জানুয়ারি) গণ টিকাদান কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে এই টিকা গ্রহণ করেন তিনি।

এরপর কিছুক্ষণ অবজারভেশনে রাখা হয় তাদের। টিকা গ্রহণের পর কোন রকম সমস্যা কিংবা পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি বলে জানিয়েছেন বাফুফে সভাপতি।

এ সময় তিনি বলেন, পর্যায়ক্রমে জাতীয় দলের সকল খেলোয়াড় ও ফুটবল সংশ্লিষ্ট সবার জন্য টিকার ব্যবস্থা নিশ্চিত করা হবে।

করোনার ভ্যাকসিনেশন নিয়ে নানা অপপ্রচার থাকলেও তাতে কর্ণপাত নেই ফেডারেশন কর্তার। বাংলাদেশে ক্রীড়াঙ্গনের প্রথম ব্যক্তি হিসেবে এই কার্যক্রমে অংশ নেন তিনি।

করোনায় শুরুতে বন্ধ থাকলেও সরব হয়েছে ক্রীড়াঙ্গন। কিন্তু এখনো পুরনো ছন্দে ফিরতে পারেনি কোন কিছুই। তাই বাফুফের ভাবনা ছিল ভ্যাক্সিনেশন শুরু হলে টিকার আওতায় আনা হবে ফুটবলারদের। নিজে সে প্রক্রিয়ার অংশ হয়ে দ্রুত তা বাস্তবায়নের ঘোষণা দিলেন কাজী সালাহউদ্দিন।

শুধু ফুটবলার নয় বাফুফে কর্মকর্তা, নির্বাহী কমিটির সদস্য এবং ফুটবলাঙ্গনে সম্পৃক্ত গণমাধ্যম কর্মীদের জন্যও শিগগিরই টিকার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ফেডারেশন কর্তা।

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপজয়ী তারকাকে ১৮ কোটিতে দলে ভেড়ালো পাঞ্জাব কিংস

তিন বছর পর ফিরছে আইপিএলের মেগা নিলাম। আর এমন আয়োজন মানেই যেন অর্থের ঝনঝনানি। এর আগে আরব আমিরাতে নিলাম...

এই বিভাগের অন্যান্য সংবাদ