ঢাকাসহ সারা দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
দেশের ১ হাজার ৫টি কেন্দ্রে এ প্রতিষেধক দেওয়া হচ্ছে। স্বাস্থ্যকর্মীদের ২ হাজার ৪০০টি দল এ কাজে নিয়োজিত আছে। প্রথম দিন ঢাকায় প্রধান বিচারপতি, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবদের অনেকেই বিভিন্ন কেন্দ্রে টিকা নেবেন।
উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি একজন নার্সের টিকা গ্রহণের মধ্য দিয়ে প্রাথমিকভাবে টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হয়। ওই দিন আরও ২৫ জন টিকা গ্রহণ করেন। পরদিন রাজধানীর পাঁচটি হাসপাতালে ৫৪১ জন টিকা নেন। টিকার পার্শ্বপ্রতিক্রিয়া বোঝার জন্য টিকা গ্রহণকারীদের পর্যবেক্ষণে রাখা হয়। তেমন পার্শ্বপ্রতিক্রিয়া না হওয়ায় ৭ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে টিকা প্রয়োগ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।