‘প্রধানমন্ত্রী দেশের কোনো মানুষকে গৃহহীন রাখবে না’

অবশ্যই পরুন

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষ উপলক্ষে দেশে গৃহহীনদের জমিসহ নতুন বাড়ী হস্তান্তর প্রকল্পের ধারাবাহিকতায় দিনাজপুর সদর উপজেলায় আশ্রহীনদের বাড়ী হস্তান্তর করা হলো। পর্যায়ক্রমে সকল গৃহহীনদের সরকার জমিসহ বাড়ী প্রদান করবে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের “বড়ইল জয় বাংলা পল্লী” ২নং সুন্দরবন ইউনিয়নের “বেলবাড়ী জয় বাংলা পল্লী ও কালিকাপুর জয়বাংলা পল্লী” ও ৩নং সুন্দরবন ইউনিয়নের “গুদিপাড়া জয় বাংলা পল্লী” পরিদর্শনকালে হুইপ ইকবালুর রহিম তার বক্তব্যে এ কথা গুলো বলেন।

তিনি বলেন, মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভুমিহীন ও গৃহহীনদের মাঝে যে বাড়ী দেয়া হয়েছে তা বিশ্বের আর কোনো দেশে হয়নি। বিশ্বের ইতিহাসে এটি একটি নতুন ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব গ্রহণের পর থেকে আর পিছনে তাকাতে হয়নি বাংলাদেশকে। যতই দিন যাচ্ছে ততই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। মুজিববর্ষ উপলক্ষে গৃহহীন ও ভূমিহীন মানুষদের বাড়ি তৈরি করে মাথা গোজার ঠাই করে দিয়েছে। শেখ হাসিনা দেশের কোনো গৃহহীন ও ভুমিহীন মানুষকে গৃহহীন রাখবে না। পর্যায়ক্রমে সকল গৃহহীন ও ভূমিহীন মানুষকে নতুন বাড়ী নির্মাণ করে দেয়া হবে।

তিনি আরা বলেন, এ দেশের মানুষের কল্যানের জন্যই বার বার জনগন শেখ হাসিনাকে বিজয়ী করে প্রধানমন্ত্রী বানিয়েছেন। এ দেশের কোনো মানুষ অসহায় থাকবে না। দরিদ্র থাকবে না। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে এ দেশের মানুষের উন্নয়ন ও কল্যানে কাজ করে যাবে। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার এস.এইচ.এম মাগফুরুল হাসান আব্বাসী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রবিউল ইসলাম সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জোস্না, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মমিনুল ইসলাম, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুল লতিফ শাহ, জেলা যুবলীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. গোলাম ইমতিয়াজ ইনান, ২নং সুন্দরবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসোক কুমার রায়, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইউসুফ তালুকদার, মানবেন্দ্র রায়, আনোয়ার হোসেন, উত্তম কুমার, অভিজিৎ বসাক, মো. জর্জিস সোহেল, মোতাহার হোসেন প্রমুখ।

সর্বশেষ সংবাদ

নিখোঁজের তিনদিন পর মিললো ইসরায়েলি ‘রাব্বি’র মরদেহ

সংযুক্ত আরব আমিরাতে নিখোঁজের তিনদিন পর উদ্ধার করা হয়েছে ইসরায়েলের রাব্বি (ইহুদি ধর্মগুরু) জভি কোগানের মরদেহ। রোববার (২৪ নভেম্বর)...

এই বিভাগের অন্যান্য সংবাদ