খালেদা জিয়াকে আদালতে হাজিরের নির্দেশ

অবশ্যই পরুন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছে নিম্ন আদালত। নাইকো দুর্নীতির মামলায় সোমবার (১ ফেব্রুয়ারি) কেরানীগঞ্জের কারা ভবনে নির্মিত-২ নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী ঢাকার-৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালত এ আদেশ দেন।

খালেদা জিয়া এদিন অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে হাজির হননি। এর পরিপ্রেক্ষিতে তার আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার, সৈয়দ জয়নুল আবেদীন মেজবা সময় আবেদন করেন। এছাড়া খালেদা জিয়াকে নাইকো মামলা থেকে অব্যাহতি দিতেও আবেদন করেন তারা।

আদালত সময় আবেদন মঞ্জুর করে আগামী ৮ ফেব্রুয়ারি অভিযোগ (চার্জ) শুনানির তারিখ ধার্য করে। সেদিন খালেদা জিয়াসহ সব আসামিকে আদালতে হাজির হতে নির্দেশ দেয় আদালত। খালেদা জিয়ার আরেক আইনজীবী জিয়া উদ্দিন জিয়া এ তথ্য জানান।

প্রসঙ্গত, তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ৯ ডিসেম্বর রাজধানীর তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলা তদন্তের পর ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

সর্বশেষ সংবাদ

তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে বিএনপির বৈঠক

বাংলাদেশে নিযুক্ত তুরস্ক রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব একটি প্রতিনিধি দল। রোববার...

এই বিভাগের অন্যান্য সংবাদ