spot_img

কর্নওয়েলের বোলিংয়ে সতর্ক সংকেত

অবশ্যই পরুন

তিনদিনের প্রস্তুতি ম্যাচে প্রথম দিন ব্যাটিংয়ে পার করতে পারেনি ওয়েস্ট ইান্ডিজ। ২৫৭ রানে অল আউট হয়েছে সফরকারী দল। এমন একটি দিনের শেষ ৮ ওভার উইকেহীন কাটিয়েছে বিসিবি একাদশ।

এমন পরিস্থিতির পরও নিজেদের ইনিংস নিয়ে সন্তুস্টি প্রকাশ করেছিলেন উইন্ডিজ টেস্ট অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট। দ্বিতীয় দিন তার দলের বোলাররা ভালভাবে ফিরবেন বলে ভবিষ্যদ্বানী করেছিলেন।

তার সেই ভবিষ্যদ্বানীকে ভুল প্রমান করতে পারেনি বিসিবি একাদশ। চট্টগ্রােমের এম এ আজিজ স্টেডিয়ামে ২৫৭ রানের পুঁজি নিয়েই প্রথম ইনিংসে ৯৭ রানের লিড নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ! দ্বিতীয় দিন শেষে সফরকারী  দলের লিড ২৭৬ রান রাঙাচ্ছে বিসিবি একাদশকে চোখ। এমন একটি দিনে সফরকারী দলের পারফরমেন্সে সতর্ক বার্তা পেয়েছে বাংলাদেশ।

দিনের প্রথম ওভারে রোচ এর বলে সাইফ হাসান এলবিডাব্লুতে ফিরে খেয়েছে ধাক্কা। দ্বিতীয় উইকেট জুটির ৭৪ রানে লিডের সম্ভাবনা দেখিয়েও বড় একটা ঝাঁকুনি খেয়েছে বিসিবি একাদশ। স্কোরশিটে ৯৮ থেকে ১৬০, এই ৬২ রানে হারিয়েছে বিসিবি একাদশ ৯ উইকেট।

৬ফুট ৫ ইঞ্চি উচ্চতার অফ স্পিনার রাখিম কর্নওয়েলের ওজন ১৪৩ কেজি। দৈত্যাকৃতির এই শরীর নিয়েও অফ স্পিনে বিসিবি একাদশকে ছিন্ন ভিন্ন করেছেন কর্নওয়েল।

২০১৯ সালে লখনৌ টেস্টে আফগানিস্তানের বিপক্ষে ৭ উইকেটের ইনিংসে উপমহাদেশে নিজের কার্যকর স্পিনার হিসেবে মেলে ধরা কর্নওয়েল এম এ আজিজ স্টেডিয়ামে শিকার করেছেন ৫ উইকেট (১৬.৪-৩-৪৭-৫)। তার এই স্পিন ভেল্কি সামাল দিয়ে নাইম শেখ করেছেন সর্বোচ্চ ৪৫ রান। অধিনায়ক সোহান করেছেন ৩০ রান। উইন্ডিজ পেস জুটি রোচ-গ্যাব্রিয়েলের শিকারের সমস্টি মাত্র ১টি। বিসিবি একাদশের স্পিনের জবাব দিয়েছে উইন্ডিজ স্পিন দিয়ে। কর্নওয়েলের ৫ উইকেটের পাশে বাঁ হাতি স্পিনার জোমেল ওয়ারিকানের শিকার ৩ উইকেট (৩/২৫)। এই স্পিন জুটিতে বিসিবি একাদশ প্রথম ইনিংসে থেমেছে ১৬০ এ। দ্বিতীয় দিন বিসিবি একাদশ যোগ করতে পেরেছে ১৩৬ রান। খেলেছে ৩৯.৪ ওভার।

প্রথম ইনিংসে ৯৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং প্র্যাকটিসটা ভালই করছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিন শেষে তাদের স্কোর ১৭৯/৫। জন ক্যাম্পবেল করেছেন ৬৮,বোনার ৮০ রানে আছেন ব্যাটিংয়ে। অকেশনাল অফ স্পিনার সাইফ হাসান পেয়েছেন ২ উইকেট (২/৭২)। দুই পেসার খালেদ (১/১৬) এবং মুকিদুল (১/৩২) ১টি করে উইকেট পেয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজ : ২৫৭ ও ১৭৯/৫(৪৮.৫ ওভারে)

বিসিবি একাদশ : ১৬০/১০ (৪৭.৪ ওভারে)

(২য় দিন শেষে)

সর্বশেষ সংবাদ

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়, কটাক্ষের শিকার রুক্মিণী

ওপার বাংলা ভারতের কলকাতা, অভিনেত্রী রুক্মিণী মৈত্র পর্দায় ফিরছেন বিনোদিনী হিসেবে। সেই ছবি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। আবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ