বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়ালো ১০ কোটি

অবশ্যই পরুন

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ আর নতুন ধরনের (স্ট্রেইন) বিপরীতে চলছে টিকাদানের তোড়জোড়। এরই মধ্যে সংক্রমণ ছাড়িয়ে গেল ১০ কোটি। মৃত্যু সাড়ে ২১ লাখের বেশি।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার রাতে করোনার বৈশ্বিক সংক্রমণ দাঁড়িয়েছে ১০ কোটি ৫ লাখ ৫৬ হাজারের বেশি। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২১ লাখ ৫৭ হাজারের বেশি মানুষের।

অবশ্য সংক্রমণ ও মৃত্যুর গ্রাফ নিম্নমুখী রয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪ লাখ ৪৯ হাজারের মতো সংক্রমিত হয়েছে। একই সময়ে মারা গেছে প্রায় ৯ হাজার ৬শ জন।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২২০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সর্বশেষ সংবাদ

তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে বিএনপির বৈঠক

বাংলাদেশে নিযুক্ত তুরস্ক রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব একটি প্রতিনিধি দল। রোববার...

এই বিভাগের অন্যান্য সংবাদ