বিশ্ববাসীকে জানাতে চাই আমরা উৎসব করতে জানি: মেয়র তাপস

অবশ্যই পরুন

‘এসো ওড়াই ঘুড়ি বাংলার ঐতিহ্য লালন করি’- এই স্লোগানকে সামনে রেখে উদ্‌যাপিত হচ্ছে এবারের সাকরাইন উৎসব। প্রায় দুইশত বছরের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে বয়ে চলেছে পুরান ঢাকায়।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সাকরাইন উৎসবের উদ্বোধন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। এ সময় তিনি বলেন, আমরা উৎসব করতে জানি, আনন্দ করতে জানি তা সাকরাইন উৎসবের মাধ্যমে বিশ্বব্যাপী জানাতে চাই।

বিকেলে পুরান ঢাকার সূত্রাপুরের পাতলাখান লেনের একটি বাড়ির ছাদে এ ঘুড়ি উৎসবের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র তাপস বলেন, এই প্রথম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে ঘুড়ি উৎসব করা হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে একযোগে ঘুড়ি উৎসব করা হচ্ছ। আনন্দের মধ্য দিয়ে পুরো ঢাকাবাসী তা উপভোগ করছেন।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য ঢাকার ঐতিহ্যকে লালন, সংরক্ষণ ও পালন করা। সেই লক্ষ্যে এখন থেকে প্রতি বছর এই আয়োজন করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এর মাধ্যমে আমরা ঢাকার সংস্কৃতিকে বিশ্বব্যাপী তুলে ধরতে পারব।

সর্বশেষ সংবাদ

সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড

উত্তরা পূর্ব থানায় গার্মেন্টস কর্মী ফজলুল করিম হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর...

এই বিভাগের অন্যান্য সংবাদ