খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, নওগাঁর আম বেচাকেনা হবে অনলাইনে। নওগাঁ জেলা এখন আম চাষে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জকে ছাড়িয়ে গেছে। আম উৎপাদনে নওগাঁ এখন প্রথম স্থান অধিকার করে আছে।
শনিবার (২২ মে) বিকেলে নওগাঁর আম বাজারজাতকরণ নিয়ে মতবিনিময় সভায় ঢাকা থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক হারুন অর রশিদের সভাপতিত্বে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্না মিয়া, ১১টি উপজেলার নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও কৃষি বিভাগের কর্মকর্তারা বক্তব্য রাখেন।
খাদ্যমন্ত্রী আরও বলেন, এখন দেশে করোনাভাইরাস মহামারি চলছে। তাই যারা বাইরে থেকে আম কিনতে আসবেন তাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করতে হবে। বিভিন্ন পয়েন্টে বুথ তৈরি করে স্যানিটাইজার ও মাস্ক রাখতে হবে।
উল্লেখ্য, চলতি বছর নওগাঁ জেলায় ৩ লাখ ৬০ হাজার মেট্রিক টন আম বাজারজাত করা হবে বলে জানা গেছে।