সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর

অবশ্যই পরুন

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।

করোনা মহামারির কারণে এবারও জাতীয় ঈদগাহ’র পরিবর্তে দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। মোট ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে। সকাল সাতটায় প্রথম জামাতে অংশ নিতে ভোর থেকেই লাইনে দাঁড়ান মুসল্লিরা।

স্বাস্থ্য সতর্কতা বজায় রেখে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মসজিদে প্রবেশ করতে দেয়া হয় মুসল্লিদের। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল আটটায়, তৃতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়, সকাল ১০ টায় অনুষ্ঠিত হয় চতুর্থ জামাত এবং সকাল পৌনে ১১ টায় শেষ জামাত অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করা হয়। পাশাপাশি মহামারি করোনা থেকে পরিত্রাণ চেয়ে দোয়া চান মুসল্লিরা।

সর্বশেষ সংবাদ

তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে বিএনপির বৈঠক

বাংলাদেশে নিযুক্ত তুরস্ক রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব একটি প্রতিনিধি দল। রোববার...

এই বিভাগের অন্যান্য সংবাদ