Home ভয় নয়...জয় করুন করোনাকে টিকার স্বত্ব ছাড়তে রাজি পুতিনও

টিকার স্বত্ব ছাড়তে রাজি পুতিনও

টিকার স্বত্ব ছাড়তে রাজি পুতিনও

মহামারি করোনাভাইরাস মোকাবিলায় টিকার কোন বিকল্প নেই। তাই টিকা সহজীকরণ করতে মেধাস্বত্ব সুরক্ষা তুলে নেয়ার দাবি জানিয়েছেন বহু নোবেল বিজ্ঞানীসহ বিশ্বের সম্মানিত এবং বিখ্যাত ব্যক্তিরা। হিসেবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই প্রস্তাবে সায় দেয়ার পর এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এতে সমর্থন দিয়েছেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, বৃহস্পতিবার (৬ মে) উপপ্রধানমন্ত্রী তাতিয়ানা গোলিকোভার সঙ্গে এক বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘আমরা ইউরোপ থেকে একটি পরিকল্পনার কথা শুনেছি।

আমার মনে করি, বিষয়টি মনোযোগের দাবি রাখে। কোভিড-১৯ ভ্যাকসিনের ক্ষেত্রে সার্বিকভাবে মেধাস্বত্ব তুলে নেওয়ার এই প্রস্তাবে রাশিয়া অবশ্যই সমর্থন করবে।

পুতিন আরও বলেন, এর আগেও অনেকবার আমি বলেছি মানুষের জীবন-নিরাপত্তা নিশ্চিত করা আগে প্রয়োজন। মুনাফা নিয়ে চিন্তা করার সময় এখন নয়।

ইতিমধ্যে রাশিয়ার উদ্ভাবিত চারটি টিকার মধ্যে স্পুটনিক-ভি টিকাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখছে তারা। এটি এরই মধ্যে ৬০টিরও বেশি দেশে ব্যবহারের অনুমোদন পেয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here