স্বাস্থ্যবিধি না মেনে দোকান চালু রাখলে ওই দোকান বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।
রোববার (২৫ এপ্রিল) হাতিরঝিলে মহানগর আর্মি ক্যাম্পে হাতিরঝিল সংলগ্ন এলাকার জলাবদ্ধতা সমস্যা সমাধানে করণীয় এক সভায় সাংবাদিকদের প্রশ্নেত জবাবে তিনি এসব কথা বলেন।
মেয়র আতিক বলেন, “আমাদের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করবে, অভিযানে যদি দেখা যায় কেউ স্বাস্থ্যবিধি না মেনে দোকান চালু রাখে সে দোকান বন্ধ করে দেওয়া হবে। তাকে জেল জরিমানাও করা হবে।
তিনি বলেন, আমরা উদাহরণ সৃষ্টি করতে চাই। শর্ত হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা। তা না হলে আইনগত যা যা ব্যবস্থা গ্রহণ করার আমরা করবো।
সভায় উপস্থিত ছিলেন, ডিএনসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রি জে আমিনুল ইসলাম, রাজউকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেমায়েত হোসেন হাতিরঝিল প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।