মহামারি মোকাবিলায় দেশেই রাশিয়ার তৈরি ভ্যাকসিন উৎপাদন করতে দেশটির সঙ্গে সম্প্রতি একটি চুক্তিতে সই করেছে বাংলাদেশ। এক্ষেত্রে রাশিয়ান ভ্যাকসিনের প্রযুক্তি গোপন রাখতে হবে বলে ওই চুক্তিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
তিনি বলেন, নিজেরা টিকা তৈরির জন্য রাশিয়ার সহায়তা নিচ্ছে বাংলাদেশ। এক্ষেত্রে বাংলাদেশকে টিকা তৈরির প্রযুক্তি দেবে রাশিয়া। এ বিষয়েও সম্প্রতি একটি সমঝোতা স্মারক সই হয়েছে। তবে প্রযুক্তিটি অন্য কোথাও দেওয়া যাবে না- এমন শর্তে টিকা তৈরির এ প্রযুক্তি দিতে সম্মত হয়েছে দেশটি। বাংলাদেশ তাতে সম্মতি জানিয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারী কোনো প্রতিষ্ঠানকে এই প্রযুক্তি দেওয়ার কথা বলেছে রাশিয়া। এ পুরো প্রক্রিয়া শেষ হতে ২ থেকে ৩ মাস লাগতে পারে।
বাংলাদেশে করোনাভাইরাস ভ্যাকসিনের জন্য এখন সম্পূর্ণভাবে নির্ভর করছে ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের ওপর। কিন্তু ভারত বর্তমানে টিকা রপ্তানি বন্ধ রাখায় চুক্তি অনুযায়ী ভ্যাকসিন না আসায় বাংলাদেশের ভ্যাকসিনেশন কর্মসূচী অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে।
এরইমধ্যে সরকার অন্যান্য সোর্স থেকে ভ্যাকসিন কিনতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এরইমধ্যে বিভিন্ন কোম্পানির ভ্যাকসিনের প্রস্তাব যাচাই-বাছাই করতে ৫ সদস্যের কমিটি গঠন করেছে। ওই কমিটি আগামী সোমবারের মধ্যে বিভিন্ন কোম্পানির প্রস্তাব যাচাই-বাছাই করে সরকারকে ভ্যাকসিন কেনার বিষয়ে সুপারিশ করবে।