চার নারী ফুটবলার করোনায় আক্রান্ত

অবশ্যই পরুন

জাতীয় নারী ফুটবল দলে থাবা বসিয়েছে করোনাভাইরাস। দলের চারজন ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ফুটবলাররা হলেন কৃষ্ণা রানী সরকার, মণিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও নিলুফা ইয়াসমিন নীলা।

করোনায় আক্রান্ত হলেও তাদের শারীরিক অবস্থা ভালো আছে। তাদের শরীরে হাল্কা উপসর্গ আছে। নারী ফুটবলারদের নিয়মিত ঠিকানা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আবাসিক ক্যাম্পে আইসোলেশনে আছেন এই চার ফুটবলার। এখানেই তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ নিয়ে জাতীয় নারী দলের কোচ গোলাম রাব্বানী বলেন, ‘বাফুফের ক্যাম্পে আনার পরপরই মেয়েদের কোভিড টেস্ট করিয়েছি আমরা। করোনায় আক্রান্ত কৃষ্ণা, নীলা, মণিকা ও ঋতুকে আইসোলেশনে রাখা হয়েছে। ওরা সবাই ভালোই আছে। নিয়মিত চিকিৎসা করানো হচ্ছে। ওদের আরেক দফা টেস্ট করানোর প্রক্রিয়া চলছে।’

এই চার ফুটবলারের সবাই বসুন্ধরা কিংসের হয়ে খেলেছেন এবার। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার লকডাউন ঘোষণা করে। এরপর বসুন্ধরা কিংসও তাদের ক্যাম্প স্থগিত করে। এবারের মৌসুমে বসুন্ধরা কিংসে জাতীয় দলের ২১ ফুটবলার খেলছেন।

বসুন্ধরা কিংসের ক্যাম্প বন্ধ হওয়ার পর নারী ফুটবলারদের সবাইকে বাফুফে ভবনে আনা হয়। রুটিনমাফিক তাদের করোনা পরীক্ষা করানো হচ্ছে। সেই পরীক্ষা থেকেই জানা যায় কৃষ্ণারা করোনাভাইরাসে আক্রান্ত। করোনার প্রকোপে গত ৫ এপ্রিল মেয়েদের লিগ স্থগিত করা হয়।

সর্বশেষ সংবাদ

তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে বিএনপির বৈঠক

বাংলাদেশে নিযুক্ত তুরস্ক রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব একটি প্রতিনিধি দল। রোববার...

এই বিভাগের অন্যান্য সংবাদ