নেপালকে রুখে দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ-দল হিসেবে ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। ফাইনাল নিশ্চিত হয়েছে নেপালেরও।
কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে, ম্যাচের শুরু থেকে দু’দলই রক্ষণাত্মক কৌশল বেছে নেয়। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে হারায় কিরগিজস্তানকে, আর পরের ম্যাচে নেপাল ড্র করে তাদের সাথে। যে কারণে এই ম্যাচ ড্র হলেই ফাইনালের হাতছানি ছিল দু’দলের জন্য।
ম্যাচ ড্র করায় ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ফাইনালে বাংলাদেশ; আর ২ পয়েন্ট নিয়ে ফাইনালে পৌঁছেছে নেপাল। ১ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করেছে কিরগিজস্তান। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ২৯ মার্চ ফাইনাল।