প্রচারে বেরিয়ে শাড়ির কুঁচি ধরে দৌড়চ্ছেন। সম্প্রতি, আসানসোল দক্ষিণের প্রার্থী সায়নী ঘোষের এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যা নিয়ে সোশ্যালে নেটিজেনদের একাংশের কাছে তীব্র কটাক্ষের মুখে পড়তে হয় অভিনেত্রী, তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ কে। এবার সেই ট্রোলিংয়ের জবাব দিতে আবারও দৌড় দিলেন সায়নী।
সায়নীর জবাব ভিডিওতে দেখা যাচ্ছে, দূরে দাঁড়িয়ে বেশকিছু মানুষ হলুদ গাঁদা ফুলের বিশাল মালা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আর দৌড়ে গিয়ে সায়নী সেই মালার নিচে ঢুকে পড়ছেন। আরও কিছুজন সায়নীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘গলি বয়’-এর গান ”আপনা টাইম আয়েগা, তু নাঙ্গা হি তো আয়া হে, ক্যায়া ঘান্টা লেকার যায়েগা!”। সায়নী কেন আগের দিন শাড়ির কুচি তুলে কেন দৌড়েচ্ছিলেন? নেটিজেনদের একাংশের এমন প্রশ্নের উত্তর নতুন ভিডিওটির ক্যাপশানে দিয়েছেন সায়নী ঘোষ। তিনি লিখেছেন, ”আমার পা, আমার ইচ্ছে”।
দু’দিন আগে আসানসোল দক্ষিণের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের প্রচারের যে ভিডিও উঠে এসেছিল, তাতে সাদা শাড়ি পরে তাকে প্রচার করতে দেখা যায়। ভিডিওতে দেখা যায়, তারকা প্রার্থীকে দেখতে রাস্তায় ভিড় করেন সাধারণ মানুষ। আশেপাশে লোকজনকে একটু সরতে বলে শাড়ির কুঁচি ধরে দৌড় দেন সায়নী। প্রার্থীর পিছনে ক্যামেরা হাতে দৌড়তে দেখা যায় সাংবাদিকদেরও। সেই ভিডিও নেট দুনিয়ায় উঠে আসলে বিভিন্ন লোকজন মন্তব্য করতে শুরু করেন।
প্রসঙ্গত, আসানসোল দক্ষিণ কেন্দ্রের প্রার্থী হিসাবে তার নাম ঘোষণার পর থেকেই আসানসোলেই ঘাঁটি গেড়ছেন সায়নী ঘোষ। প্রায় রোজই প্রচার চালিয়ে যাচ্ছেন সায়নী।