অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা নিলেন থাই প্রধানমন্ত্রী

অবশ্যই পরুন

অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা ভাইরাসের টিকা নিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা টিকা দেওয়ার ব্যাপারে প্রচার চালিয়ে যাচ্ছে থাইল্যান্ড।

অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা ভাইরাসের টিকা নিয়ে ইউরোপের বেশ কিছু দেশে উদ্বেগ দেখা দেওয়ার পর টিকাদান বাতিল করা হলেও এতে উদ্বিগ্ন নয় থাইল্যান্ড। অস্ট্রেলিয়া সরকার জানিয়েছে, সে দেশেও অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা টিকা দেওয়া বন্ধের কোনো পরিকল্পনা নেই।

জানা গেছে, মঙ্গলবার করোনা টিকা নিয়েছেন প্রায়ুথ চান-ওচা। তিনি বলেছেন, টিকার প্রতি দেশের মানুষের আস্থা বাড়াতে সবার আগে তিনি এটি নিয়েছেন।

এর আগে গত শুক্রবার টিকা নেওয়ার কথা ছিল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী এবং সে দেশের মন্ত্রীদের। তবে ইউরোপের দেশগুলোতে অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার পর রক্ত জমাট বেঁধে যাওয়ার খবরে তা স্থগিত হয়ে যায়। পরে আজ টিকা নিলেন থাই প্রধানমন্ত্রী।

সূত্র: আল-জাজিরা

facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
email sharing button
sharethis sharing button

সর্বশেষ সংবাদ

তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে বিএনপির বৈঠক

বাংলাদেশে নিযুক্ত তুরস্ক রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব একটি প্রতিনিধি দল। রোববার...

এই বিভাগের অন্যান্য সংবাদ