করোনার টিকা পেল কারেন

অবশ্যই পরুন

একের পর এক ইতিহাস সৃষ্টি করে চলেছে সে। তবে সে ইতিহাস মানবজগতের ইতিহাস নয়। প্রাণীজগতের ইতিহাস। যা আবার এক হিসাবে মানবেতিহাসেরই অঙ্গ। একটি মহিলা ওরাংওটাং প্রাণীদের মধ্যে প্রথম পেল করোনা টিকা।

আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সান ডিয়েগো চিড়িয়াখানায় চারটি ওরাংওটাং ও পাঁচটি বোনোবোসকে টিকা দেয়া হয়েছে বলে জানা যায়। গরিলা প্রজাতির মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় তাদের এই টিকা দেয়া হয় বলে খবর।

সান ডিয়াগো ওয়াইল্ডলাইফ অ্যালিয়েন্সের বন্য প্রাণীবিষয়ক কর্মকর্তা নাদিন লামবারস্কি জানান, এর আগেও এ ধরনের প্রাণীকে ফ্লু ও হামের টিকা দেয়া হয়েছে।
তিনি বলেন, বিশ্বে এই প্রথম মানুষ ছাড়া অন্য কোনও প্রাণীকে করোনাভাইরাসের টিকা দেয়া হলো।

সূত্র : জি নিউজ

সর্বশেষ সংবাদ

প্রথমবারের মতো সচিব পদমর্যাদায় শিল্পকলা একাডেমিতে মহাপরিচালক নিয়োগ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে প্রথমবারের মতো সরকারের সচিব পদমর্যাদায় নাট্যকার ও শিক্ষক ড. সৈয়দ জামিল আহমেদ নিয়োগ পেয়েছেন। গত...

এই বিভাগের অন্যান্য সংবাদ