দেশে একদিনে করোনাভাইরাসে আরও ৭ মৃত্যু, শনাক্ত ৬১৯, সুস্থ ৮৪১

অবশ্যই পরুন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৪৩৫।

এছাড়া কোভিড-১৯ শনাক্ত হয়েছে আরও ৬১৯ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৫ লাখ ৪৮ হাজার ৫৪৯।

বৃহস্পতিবার দুপুরে করোনাভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, ২১৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৯৮৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪১ লাখ ৫ হাজার ৩২১টি।

এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ৮৪১ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৫ লাখ ৪৬৮ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।

মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩৬ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ২৩ শতাংশ, মৃতের হার ১ দশমিক ৫৪ শতাংশ।

দেশে করোনাভাইরাস সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু রেখেছে সরকার।

সর্বশেষ সংবাদ

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই: সিইসি নাসির উদ্দীন

দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এস এম মো. নাসির...

এই বিভাগের অন্যান্য সংবাদ