দিন ও রাতের তাপমাত্রা বাড়বে

অবশ্যই পরুন

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এছাড়া দেশের কিছু কিছু স্থানে মেঘলা আকাশ দেখা দিলেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।

মঙ্গলবার (ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার খুব বেশি পরিবর্তন নেই। তবে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী দুইদিনে বৃষ্টিপাতের তেমন পূর্বাভাসও নেই।

২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসের তথ্য উল্লেখ করে আবহাওয়া অফিস জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

২৪ ঘণ্টায় রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী ৫ দিনের বর্ধিত আবহাওয়ায় সামান্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।

গত ২৪ ঘণ্টায় (সকাল সাড়ে ৮টা পর্যন্ত) সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গল ও তেঁতুলিয়ায়, ১২ ডিগ্রি সেলসিয়াস। এদিকে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে, ৩৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সর্বশেষ সংবাদ

সংস্কার নিয়ে সরকার ও বিএনপির কোনো বিরোধ নেই: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। সংস্কার আগে, নাকি...

এই বিভাগের অন্যান্য সংবাদ