spot_img

টিকা নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

অবশ্যই পরুন

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের টিকা নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে এই টিকা নেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও এ দিন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদও কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে করোনার টিকা নিয়েছেন।

এর আগে গত ২৭ জানুয়ারি দেশে প্রথম করোনার টিকা দেওয়া শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন।

শুরুতে ৫৫ বছরের বেশি বয়সী নাগরিক এবং সম্মুখসারিতে থাকা বিভিন্ন পেশাভিত্তিক শ্রেণি অথবা বিশেষ শ্রেণির নাগরিকরাই টিকার জন্য নিবন্ধন করতে পারছিলেন। তবে এখন যাদের বয়স অন্তত ৪০ বছর হয়েছে, তারাও নিবন্ধন করতে পারছেন।

নিবন্ধনের মাধ্যমে ঢাকাসহ সারাদেশে ১ হাজার ১৫টি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। ঢাকায় ২০৪টি এবং ঢাকার বাইরে ২ হাজার ১৯৬টি স্বাস্থ্যকর্মীর দল এসব কেন্দ্রে টিকা প্রয়োগ করছেন। ২৭ জানুয়ারি করোনার টিকা কার্যক্রমের উদ্বোধন করা হলেও সারাদেশে এই কার্যক্রম শুরু হয় ৭ ফেব্রুয়ারি থেকে।

এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার (১৪ ফেব্রুয়ারি) পর্যন্ত দেশজুড়ে টিকাদান কর্মসূচির সাত দিনে ৯ লাখেরও বেশি মানুষ টিকা নিয়েছেন। রবিবার একদিনে সারাদেশে টিকা নিয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৩৫৩ জন। শেষ দিনে টিকা নেওয়ার পর সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে ১৮ জনের শরীরে। আর এখন পর্যন্ত পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে মোট ৪২৬ জনের।

সর্বশেষ সংবাদ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪৭ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৩...

এই বিভাগের অন্যান্য সংবাদ