সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপি প্যানেল ঘোষণা

অবশ্যই পরুন

আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নীল প্যানেল (বিএনপি সমর্থিত) ঘোষণা করা হয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরাম এই প্যানেল ঘোষণা করে। ফোরামের সদস্য সচিব মো. ফজলুর রহমানকে সভাপতি পদে এবং সমিতির বর্তমান সম্পাদক রুহুল কুদ্দুস কাজলকে আবারও সম্পাদক পদে মনোনয়ন দেয়া হয়েছে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। সেখান থেকে ১৪ জন প্রার্থীকে আসন্ন ২০২১-২০২২ সেশনের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে নীল প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য বাছাই করা হয়েছে।

শীর্ষ দুই পদ সভাপতি-সম্পাদক ছাড়াও এই নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল থেকে দুটি সহ-সভাপতি পদে জয়নাল আবেদিন তুহিন ও জালাল আহমেদ, দুটি সহ-সম্পাদক পদে মাহমুদ হাসান ও রাশিদা আলম ঐশী, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহবুব এবং সাতটি সদস্য পদে মনজুরুল আলম সুজন, শফিকুল ইসলাম শফিক, গোলাম মোহাম্মদ জাকির, পারভীন কাওসার মুন্নি, রেদওয়ান আহমেদ রানজিব, নিয়াজ মুহাম্মদ মাহবুব ও ইফতেখার আহমেদকে মনোনীত করা হয়েছে।

আসছে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।

নির্বাচন সামনে রেখে রোববার (১৪ ফেব্রুয়ারি) রাতে এই মনোনয়ন ঘোষণা করে দলটি।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে এলেন আইসিসির প্রধান কৌঁসুলি

চার দিনের সফরে আজ সোমবার (২৫ নভেম্বর) সকালে ঢাকায় এসেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম এ এ...

এই বিভাগের অন্যান্য সংবাদ