‘তরুণ প্রজন্মকে কাজে লাগাতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা খুব প্রয়োজন’

অবশ্যই পরুন

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তরুণ প্রজন্মকে কাজে লাগাতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা খুব প্রয়োজন। যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বিরাজমান। এ ধারাবাহিকতা বজায় রাখতে রাজনীতিতে মেধাবী শিক্ষার্থীদের আসতে হবে। নতুবা রাজনীতির মাঠ চোর বাটপাদের দখলে চলে যাবে।

শনিবার (০৯ জানুয়ারি) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে শিক্ষ ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির উদ্যোগ ‘‘কর্মজীবনের কর্মশালা’’ শীর্ষক তরুণদের কর্মদক্ষতা ও কর্ম পরিকল্পনা উন্নয়ন বিষয়ক কর্মসূরি শুভ উদ্ধোধন ঘোষণাকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলে, ডিজিটাল রূপান্তরের মাধ্যমে উন্নত বিশ্বের সঙ্গে সমানতালে এগিয়ে চলছে বাংলাদেশ। তাই দেশের অবকাঠামোগত সব সুযোগ কাজে লাগিয়ে তরুণ তরুণীদের মাথা উঁচু করে দাঁড় করাতে দেশের প্রতিটি পরিবারের সঙ্গে থাকতে চায় আওয়ামী লীগ।

তিনি আরও বলেন, ডিজিটাল খাতকে ব্যবহার করে সেবা দেওয়ার অপার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে সজিব ওয়াজেদ জয়ের নেতৃত্বে দেশে আজ ডিজিটাল বিপ্লব ঘটেছে। তই এ খাতের সাথে তরুণ প্রজন্মকে কাজে লাগাতে প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তুলতে হবে।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে এলেন আইসিসির প্রধান কৌঁসুলি

চার দিনের সফরে আজ সোমবার (২৫ নভেম্বর) সকালে ঢাকায় এসেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম এ এ...

এই বিভাগের অন্যান্য সংবাদ