কোহলিও অস্ট্রেলিয়ায় করোনা প্রোটোকল ভেঙেছেন !

অবশ্যই পরুন

নভেম্বর থেকে অস্ট্রেলিয়া সফরে থাকা ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে বারবার করোনা প্রোটোকল ভাঙার অভিযোগ উঠছে। রোহিত শর্মাসহ পাঁচ ক্রিকেটার রেস্তোরাঁয় খাবার খেতে গিয়ে বিতর্কের জন্ম দেন। এবার তো অভিযোগের তীর বিরাট কোহলির দিকে। সঙ্গী হার্দিক পান্ডিয়াও।

শুক্রবারই এক ভারতীয় ভক্ত মেলবোর্নের একটি রেস্তোরাঁয় পাঁচ ক্রিকেটারের খাওয়ার ছবি পোস্ট করেছেন। তাতে দেখা গেছে রোহিত শর্মা, রিশভ পন্ত, নবদীপ সাইনি, পৃথ্বী শ এবং শুভমান গিলকে।

ওই ভক্ত লেখেন, তিনি ক্রিকেটারদের খাওয়ার বিল মিটিয়েছেন এবং শেষে পন্তকে জড়িয়ে ধরেছেন। যদিও পন্ত সে দাবি মানেননি।

তবে ততক্ষণে বিতর্ক শুরু হয়ে যায়। প্রোটোকল অনুযায়ী, নিজের সহখেলোয়াড় এবং দলের সদস্য ছাড়া বাইরের কারো সংস্পর্শে ক্রিকেটাররা আসতে পারবেন না। বায়ো বাবল ভাঙতে পারবেন না।

এনিয়ে যখন সমালোচনা তুঙ্গে তখন অভিযোগ উঠেছে কোহলির বিরুদ্ধে। ৭ ডিসেম্বর সিডনিতে একটি বাচ্চাদের জামাকাপড়ের দোকানে গিয়েছিলেন ভারত অধিনায়ক। সঙ্গী ছিলেন পান্ডিয়া।

ওই দোকানের পক্ষে দুজনের একটি ছবি পোস্ট করা হয়। কোহলি এবং অনুশকাকে হবু সন্তানের জন্য শুভেচ্ছাও জানায় কর্তৃপক্ষ। ছবিতে কোহলির সঙ্গে রয়েছেন এক কর্মীও। সেখানে কারো মুখেই মাস্ক নেই।

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে প্রথম টেস্টের পর থেকে দলের সঙ্গে নেই কোহলি।

সর্বশেষ সংবাদ

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই: সিইসি নাসির উদ্দীন

দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এস এম মো. নাসির...

এই বিভাগের অন্যান্য সংবাদ