Home বর্হিবিশ্ব বিমানবন্দরে আটকা দক্ষিণ আফ্রিকা

বিমানবন্দরে আটকা দক্ষিণ আফ্রিকা

বিমানবন্দরে আটকা দক্ষিণ আফ্রিকা

ফ্লাইট জটিলতায় ক্রিনিদাদে আটকা পড়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। পৌঁছাতে পারেনি ফাইনালের ভেন্যু বার্বাডোজে। ত্রিনিদাদের পিকারো আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছে প্রোটিয়ারা।

ওয়েস্ট ইন্ডিজে এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে যাওয়া চ্যালেঞ্জিং ব্যাপার। বিশ্বকাপের মতো বড় আসরে তাই চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। তবুও যাতায়াত সমস্যার সমাধান হচ্ছে না। বেশ কটি চার্টার্ড ফ্লাইটই নানা কারণে বিলম্বিত হয়েছে। এখন যেমন যেমন দক্ষিণ আফ্রিকা দল আটকা পড়েছে ত্রিনিদাদে। অথচ তাদের যেতে হবে বার্বাডোজে!

১ম সেমিফাইনালে আফগানিস্তানকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথবার বিশ্বকাপের ফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা। কিন্তু ম্যাচ শেষ হওয়ার ২৪ ঘণ্টা পরেও ফাইনালের ভেন্যুতে পৌঁছাতে পারেনি প্রোটিয়ারা। ২৭ জুন সকালে ফ্লাইট ছিলো। কিন্তু ফ্লাইট ছাড়ে বিকেলে।

এবার সবক’টি ম্যাচ অপরাজিত থেকেই ফাইনালে উঠেছে প্রোটিয়ারা। বিশ্বকাপ ফাইনাল জিতলে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার নতুন রেকর্ড করবে দক্ষিণ আফ্রিকা।