আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি কর্মসূচি দিচ্ছে, আগুন সন্ত্রাস করছে। তারা সবাই দুষ্কৃতিকারী। আওয়ামী লীগ আগামী নির্বাচনে জয়লাভ করলে এই দুষ্কৃতিকারী এবং আগুন সন্ত্রাসীদের নির্মূল করা হবে।
সোমবার (২০ নভেম্বর) বেলা দেড়টার দিকে সচিবালয়ে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, রিজভী সাহেব যেভাবে আগুন সন্ত্রাসে উসকানি দিচ্ছে, তাতে তার বিরুদ্ধে সময় মত ব্যবস্থা নেয় হবে।
তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনে আসুক, সেটা আমরা চাই। কিন্তু আগুন সন্ত্রাস করে তারা নির্বাচনের পথ থেকে সরে দাঁড়িয়েছে।