spot_img

প্রধানমন্ত্রী আমাকে রাস্তা থেকে এনে মন্ত্রী বানিয়েছেন : মোস্তাফা জব্বার

অবশ্যই পরুন

আওয়ামী লীগের মনোনয়ন ফরম নেয়া প্রসঙ্গে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে রাস্তা থেকে এনে মন্ত্রী বানিয়েছেন। নিজ থেকে ইচ্ছাপোষণ করিনি। তাই তিনি যা চাইবেন, সেটাই হবে। সোমবার (২০ নভেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মোস্তাফা জব্বার বলেন, পদত্যাগ জমা দিয়েছি। সেটা কখন গৃহীত হবে, মন্ত্রীপরিষদ সচিব জানেন। পদত্যাগ পত্র গৃহীত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করে যাব।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশই পদত্যাগ পত্র দেয়া হয়েছে। তার নির্দেশ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব পদত্যাগপত্র জমা দিতে বলতেন না।

মোস্তাফা জব্বার আরও বলেন, প্রধানমন্ত্রী মনে করেছেন নির্বাচিত জনপ্রতিনিধি নির্বাচনকালীন সময়ে দেশ পরিচালনা করবেন। তাই যারা নির্বাচিত নয়, তারা পদত্যাগ পত্র জমা দিয়েছেন।

নিজের পাঁচ বছরের দায়িত্ব পালনের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, টেলিযোগাযোগ খাতের উন্নয়নে যথেষ্ট কাজ করেছি। এর মূল্যায়ন করবে জনগণ।

মোবাইল নেটওয়ার্কের অগ্রগতি নিয়ে ওকলার রিপোর্ট প্রত্যাখ্যান করে তিনি বলেন, তারা টেলিকম খাতের কারও সাথে কথা বলে এ রিপোর্ট করেনি। তাদের রিপোর্ট গ্রহণযোগ্য নয়।

সর্বশেষ সংবাদ

কবে দায়িত্ব ছাড়ছেন স্কালোনি, জানাল আর্জেন্টাইন গণমাধ্যম

আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রেখেছেন দলটির কোচ লিওনেল স্কালোনি। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সঙ্গে সুপার ক্লাসিকো লড়াইয়ের পর থেকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ