spot_img

সংঘর্ষে শ্রমিক নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ শ্রম উপদেষ্টার, দেওয়া হবে ক্ষতিপূরণ

অবশ্যই পরুন

ঢাকার আশুলিয়ায় গতকাল শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষে এক শ্রমিক নিহত ও আরও কয়েকজন আহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া এবং শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একটি গুজবকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে এই ঘটনা ঘটেছে বলেও জানান তিনি। আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শ্রম উপদেষ্টা বলেন, গতকাল একজন শ্রমিক মারা গেছেন এটা খুবই দুঃখজনক। সেই পরিবারের জন্য ১৩ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। আহত ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৩ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আহত হয়েছেন। তারা চিকিৎসা নিচ্ছেন।

তিনি বলেন, একটি গুজবকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে এই ঘটনা ঘটেছে। গুজব ছড়িয়ে পরিস্থিতি অস্হিতীশিল করার কারণে পুলিশ বাধ্য হয়ে গুলি করেছে।

তিনি আরও বলেন, যারা গুজব ছড়িয়েছেন তাদের কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। বাকিদের চিহ্নিত করার চেষ্টা চলছে। শ্রমিকদের অধিকার নিয়ে আন্দোলনের উপর ভর করে ঘটনায় বহিরাগতরা সুযোগ নিয়েছে। যারা ওই এলাকায় দীর্ঘদিন জুট ব্যবসা করে তারা এর সাথে জড়িত।

তিনি বলেন, ২৪ তারিখে যেই ঘোষণা দেওয়া হয়েছে সেই অনুযায়ী শ্রমিকদের বেতন ভাতা দেয়ার জন্য মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে। এখনও কিছু মালিক পলাতক আছেন, তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, গতকাল ঢাকার আশুলিয়ায় শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়। আহত হয় আরও কয়েকজন। এছাড়া আহত হন যৌথ বাহিনীর কয়েকজন সদস্যও। এসময় শ্রমিকরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ভাঙচুর করে। সোমবার সাড়ে ১১টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জিরাবো এলাকার মণ্ডল গ্রুপের কারখানার সামনে এ ঘটনা ঘটে।

সর্বশেষ সংবাদ

পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় ক্ষতির পরিমাণ ১.২ বিলিয়ন ডলার

দেশের পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় ক্ষতির পরিমাণ ১৪ হাজার ৪২১ কোটি টাকা বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। রোববার (৬...

এই বিভাগের অন্যান্য সংবাদ